Maheshtala Crime: রক্তে ভেসে যাচ্ছিল মাটি, মদের ঠেকের পিছনের যুবকের রক্তাক্ত দেহ
Maheshtala Crime: শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা মদের ঠেকে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে।
কলকাতা: এলাকাতেই বেআইনি মদের ঠেক। স্থানীয় বাসিন্দারা প্রথম থেকেই তাতে আপত্তি জানিয়ে এসেছিলেন। কিন্তু সেটা কাজে লাগেনি। রোজ সন্ধ্যা হতেই বিভিন্ন এলাকার মানুষ ওই ঠেকে ভিড় জমান। শনিবার সকালে ওই ঠেকে সারি সারি বোতলের মাঝেই পড়ে রয়েছে চাপ চাপ রক্ত। একটা শরীর। যুবকের মাথার পিছনে গভীর ক্ষত। বেআইনি মদের ঠেকের পিছন থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মহেশতলা বাটানগর মল্লিক বাজারের পাশেই একটি বেআইনি মদের ঠেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার। জানা যাচ্ছে, শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা মদের ঠেকে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। মহেশতলা থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে ওই রক্তাক্ত যুবকের দেহ উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ওই যুবকের মাথায় ইট আঘাত রয়েছে। মাথার পিছনে বড় ক্ষত রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ইট দিয়ে মেরে খুন করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ইট ও মদের বোতল ও বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে। মহেশতলা থানা পুলিশ তদন্ত শুরু পুলিশ। আপাতত পুলিশ ওই যুবকের পরিচয় জানার চেষ্টা করছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। মনে করা হচ্ছে, ওই যুবক এলাকার বাসিন্দা নন। ওই ঠেকে আশপাশের বহু এলাকা থেকে বাসিন্দারা আসেন। মনে করা হচ্ছে, পুরনো কোনও শত্রুতার জেরে খুন বলেই মনে হচ্ছে। মদের আসরে কোনও কারণে কথা কাটাকাটি শুরু হয়, তা থেকেই বোতল কিংবা ইট দিয়ে মাথার পিছনে মেরে খুন করা হয় বলে অভিযোগ।