AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mahua Maitra: আবারও সংসদে মহুয়া মৈত্র, এবারের ভোটে প্রথম জয় তৃণমূলের

Mahua Maitra: মহুয়া যখন শেষবেলায় দাপিয়ে প্রচার করছেন, সেই সময় আবার মহুয়ার অফিসে এবং কলকাতায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একদিকে তাঁর বিরুদ্ধে যখন সিবিআই তদন্ত করছিল, তখন নতুন করে চাপ তৈরি হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির দায়ের করা মামলায়।। মহুয়া মৈত্রের বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলা দায়ের করে ইডি।

Mahua Maitra: আবারও সংসদে মহুয়া মৈত্র, এবারের ভোটে প্রথম জয় তৃণমূলের
জয়ী মহুয়া মৈত্র। Image Credit: Facebook
| Edited By: | Updated on: Jun 04, 2024 | 3:43 PM
Share

কৃষ্ণনগর: সংসদে ফিরছেন মহুয়া মৈত্র। লোকসভা ভোটের প্রথম ফল প্রকাশ। জয়ী মহুয়া মৈত্র। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে আবারও সাংসদ হলেন তিনি। হারালেন কৃষ্ণনগরের রাজবধূ অমৃতা রায়কে। তবে কত ভোটে মহুয়ার এই জয়, সেই রিপোর্ট এখনও হাতে আসেনি। ভোটের মুখে নানাভাবে জটিলতার মুখে পড়তে হয়েছিল মহুয়াকে। প্রথমে তাঁকে সংসদ থেকে বহিষ্কার করা হয়। সাংঘাতিক অভিযোগ তুলে তাঁকে বহিষ্কৃত করার সিদ্ধান্ত নেয় লোকসভার এথিক্স কমিটি। তবে লড়াই থেকে কিন্তু মহুয়া সরেননি।

এরইমধ্যে মহুয়া যখন শেষবেলায় দাপিয়ে প্রচার করছেন, সেই সময় আবার মহুয়ার অফিসে এবং কলকাতায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একদিকে তাঁর বিরুদ্ধে যখন সিবিআই তদন্ত করছিল, তখন নতুন করে চাপ তৈরি হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির দায়ের করা মামলায়।। মহুয়া মৈত্রের বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলা দায়ের করে ইডি। তারই সূত্র ধরে রাজ্যে একাধিক জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা।

তবে মহুয়া প্রথম থেকেই জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন। লোকসভা থেকে মহুয়াকে যেদিন বহিষ্কার করা হয়েছিল, তাঁর গলায় ছিল সুকান্ত ভট্টাচার্যের কবিতা। বলেছিলেন, ‘আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজনহারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই।’ সেদিন থেকেই প্রত্যয়ী ছিলেন মহুয়া। আবারও সংসদে পা রাখতে চলেছেন তিনি, সদর্পে।