বৃহস্পতিবার রাজ্যজুড়ে রেল অবরোধের ডাক বামেদের, বুধবার থানা ঘেরাও

Feb 16, 2021 | 1:01 PM

কলকাতা: মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও ও রেল অবরোধের ডাক দিল বামেদের ছাত্র সংগঠন। ১০টি বাম ছাত্র যুব সংগঠন আগামী ১৭ ফেব্রুয়ারি সমস্ত থানা ঘেরাও কর্মসূচির ঘোষণা করেছে। পরদিনই রাজ্যের সর্বত্র চলবে রেল অবরোধ। এই ঘটনায় এসএফআই, ডিওয়াইএফআই একযোগে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করেছে। গত ১১ ফেব্রুয়ারি বামেদের ছাত্র […]

বৃহস্পতিবার রাজ্যজুড়ে রেল অবরোধের ডাক বামেদের, বুধবার থানা ঘেরাও
নিজস্ব ছবি

Follow Us

কলকাতা: মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও ও রেল অবরোধের ডাক দিল বামেদের ছাত্র সংগঠন। ১০টি বাম ছাত্র যুব সংগঠন আগামী ১৭ ফেব্রুয়ারি সমস্ত থানা ঘেরাও কর্মসূচির ঘোষণা করেছে। পরদিনই রাজ্যের সর্বত্র চলবে রেল অবরোধ। এই ঘটনায় এসএফআই, ডিওয়াইএফআই একযোগে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করেছে।

গত ১১ ফেব্রুয়ারি বামেদের ছাত্র যুবর নবান্ন অভিযান ঘিরে উত্তপ্ত হয় কলকাতা। ছাত্রদের উপর অন্যায়ভাবে লাঠিচার্জের অভিযোগ ওঠে। বামেদের দাবি, সেই লাঠির আঘাতেই সোমবার মৃত্যু হয় চিকিৎসাধীন ডিওয়াইএফআই কর্মী বাঁকুড়ার কোতুলপুরের মইদুল ইসলাম মিদ্যার।

সোমবার দিনভর দফায় দফায় বিক্ষোভ দেখায় বামেরা। এর জেরে অবরুদ্ধ হয়ে পড়ে সেন্ট্রাল কলকাতা-সহ শহরের বিভিন্ন জায়গা। এদিনই মইদুলের ‘খুনি’দের শাস্তির দাবিতে সরব হয় বাম ছাত্র সংগঠনগুলি। বড় আন্দোলনের হুঁশিয়ারিও দেয়।

এরপরই মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে বামেদের ছাত্র সংগঠনগুলি জানায়, বুধবার রাজ্যজুড়ে থানা ঘেরাও করবে তারা। বিকেল চারটেয় এই কর্মসূচির ডাক দেওয়া হয়। অন্যদিকে ১৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় রাজ্যের সর্বত্র রেল অবরোধের ডাক দেয়।

Next Article