'এক থালা মুড়ি খাব, তাতেও জিএসটি', একুশের মঞ্চে কেন্দ্রকে তোপ মমতার

‘এক থালা মুড়ি খাব, তাতেও জিএসটি’, একুশের মঞ্চে কেন্দ্রকে তোপ মমতার

TV9 Bangla Digital

| Edited By: সৌরভ পাল

Updated on: Jul 21, 2022 | 5:40 PM

21 July News: গ্যাসের দাম নিয়ে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'গ্যাসের দাম বাড়ানো সরকার আর নেই দরকার।'

কলকাতা: সম্প্রতি চিঁড়ে, মুড়ি, দই, দুধ, পনিরের মতো প্যাকেটজাত নিত্য প্রয়োজনীয় দ্রব্যে জিএসটি বসিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই তা নিয়ে সরগরম হয়েছে এবারের বাদল অধিবেশন। সংসদে কংগ্রেস সহ একাধিক বিরোধী দল জিএসটি ও মূল্যবৃদ্ধি নিয়ে ধর্নায় বসলেও, ধর্নায় দেখা যায়নি তৃণমূলের কোনও সাংসদকে। আজ একুশের মঞ্চ থেকে সেই ইস্যুতে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। জিএসটি, মূল্যবৃদ্ধি নিয়ে শুধু সরবই হলেন না তৃণমূল সুপ্রিমো, আরও একধাপ এগিয়ে তোপ দাগলেন সিবিআই এবং ইডিকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহারের বিরুদ্ধেও। কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন গ্যাসের দামবৃদ্ধি নিয়ে।

প্রসঙ্গত, বর্তমানে হাজার ছাড়িয়ে গিয়েছে রান্নার গ্যাসের দাম। আর তাতেই নাজেহাল মধ্যবিত্ত। গ্যাসের দাম নিয়ে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গ্যাসের দাম বাড়ানো সরকার আর নেই দরকার।’ এরপরই বাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশে একুশের মঞ্চে উঠে আসে বিশাল সাইজের এক প্রতীকী গ্যাস সিলিন্ডার। সিলিন্ডারের গায়ে বড়বড় করে লেখা, ‘এমন আচ্ছে দিন এল কাকা, গ্যাসের দাম ১১০০ টাকা’। বিশাল ওই প্রতীকী গ্যাস সিলিন্ডার কাঁধে তুলে নিলেন অভিনেতা-সাংসদ দেব। মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, ‘কেন্দ্র সরকার সবেতেই সিবিআই, ইডির ভয় দেখান। এবার ওরা এলে সামনে এক থালা মুড়ি আর গ্যাস সিলিন্ডার রেখে দেবেন। সঙ্গে মুড়িতে একটু তেলও দিয়ে দেবেন।’ একুশের সমাবেশে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে মমতার বার্তা, ‘বুঝতেই পারছেন কি সুন্দর একটা সরকারের আমলে আমরা বাস করছি, আপনারা কি চান এরকম সরকার থাকবে ?এরকম সরকার বুঝবে না কষ্ট।’

Published on: Jul 21, 2022 05:40 PM