কলকাতা : সারদা কিংবা নারদ মামলার পর অনেকগুলো বছর কেটে গিয়েছে। সে সব মামলার ভবিষ্যত কী কেউ জানে না। নন্দীগ্রাম-সিঙ্গুরের মামলাতেও সুবিচার আসেনি। এ কথা উল্লেখ করে মমতা দাবি করলেন এবার তিন মাসের মধ্যে সুবিচার চান তিনি। সোমবার বঙ্গভূষণ সম্মান প্রদানের মঞ্চ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারির ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বিচারের আগে তিনি কিছু বলবেন না। বিচার ব্যবস্থার ওপর বিজেপির প্রভাব রয়েছে বলে উল্লেখ করেও মুখ্যমন্ত্রী জানালেন বিচারের ওপর আস্থা রয়েছে তাঁর।
এ দিন পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারি নিয়ে কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সরব হয়েছেন মমতা। তবে, ‘ঘটনা না রটনা’, তা জানতে বিচার প্রক্রিয়ার ওপরেই আস্থা রাখতে হবে বলে উল্লেখ করেছেন তিনি। মমতা বলেন, ‘আশা করি বিজেপির কথা শুনে নয়, নিজের মতো করে বিচার করবেন। বিচারে যা সামনে আসবে, সেটা আমাদের দল মেনে নেবে। কারণ আমাদের দল স্বচ্ছ। দল একটা আদর্শ নিয়ে চলে।’
এরপর বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা নিয়ে মুখ খোলেন তিনি। তাঁর দাবি, সিঙ্গুর কিংবা নন্দীগ্রামেরও বিচার মেলেনি এখনও। তিনি আরও বলেন, ‘আমি চাই তিন মাসের মধ্যে বিচার হোক। তিন মাস সময় নাও আর সত্যিটা বল। ধর্ষণে যদি ফাস্ট-ট্র্যাক কোর্টে বিচার হয়, তাহলে এ ক্ষেত্রেও ফাস্ট-ট্র্যাকে বিচার হোক।’
রাজ্যের মন্ত্রী ইডি হেফাজতে। স্বাভাবিকভাবেই দুর্নীতির প্রশ্নে আঙুল উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকারের বিরুদ্ধে। এ দিন মমতা বুঝিয়ে দেন, যিনি প্রকৃত দোষী, তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলেও তাঁর কোনও আপত্তি নেই, তবে, তাঁর দিকে যাতে অযথা কোনও আঙুল তোলা না হয়, সেই বার্তাই দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। মমতা উল্লেখ করেছেন, কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে কারও কোমর ভেঙে দেওয়া যাবে না। এতসবের পরও তিনি যে ভয় পাচ্ছে না, সেটা সাফ জানান মুখ্যমন্ত্রী।