Mamata Banerjee: ‘ভাষা আন্দোলন হবে…’, দিনক্ষণ ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
CM Mamata Banerjee:সোমবার মঞ্চে ওঠার পর থেকেই বাংলা ভাষা ও বাঙালি অস্মিতা রক্ষার প্রসঙ্গ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার বলতে থাকেন কীভাবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে হেনস্থা করা হচ্ছে বাঙালিদের।

কলকাতা: বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য একসময় আন্দোলন দেখেছিল বাংলাদেশ। সোমবার একুশের মঞ্চ থেকে ফের একবার ভাষা আন্দোলনের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনক্ষণও বেঁধে দিলেন তিনি।
সোমবার মঞ্চে ওঠার পর থেকেই বাংলা ভাষা ও বাঙালি অস্মিতা রক্ষার প্রসঙ্গ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার বলতে থাকেন কীভাবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে হেনস্থা করা হচ্ছে বাঙালিদের। তিনি বলেন, “বাংলায় কথা বলার জন্য দেখুন কত লোককে ডিটেনশন ক্যাম্পে লোক দিয়েছে। কত মানুষকে বাংলাদেশে পাঠিয়েছে, কত মানুষকে রাজস্থান, উত্তরপ্রদেশের জেলে আটকে রেখেছে।” তিনি এও অভিযোগ করেন, বিহারে প্রচুর মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। আর বাংলায় যদি এমন হয় তাহলে ‘ঘেরাও কর্মসূচির’-ও ডাক দেন তিনি।
এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “২০২৬ পর আমিও দেখব তোমরা (BJP) কোথায় থাক। বাংলাকে বদল করতে গিয়ে, ভারত সরকারের বদল হবে না তো? আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে। শহিদ রক্তে তর্পণ করে বলছি তোমাদের বিদায় না হওয়া পর্যন্ত লড়াই থামবে না।” এরপর আজ মমতা বন্দ্যোপাধ্যায় এও সংযোজন করে বলেন, “২৭ জুলাই নানুর দিবস। সেই দিনের পর থেকে টানা ভাষা আন্দোলন শুরু হবে।” বাঙালিকে হেনস্থার প্রতিবাদে এই ভাষা আন্দোলনের ডাক দেন তিনি।

