Mamata Banerjee: মমতার গলিতে আগ্নেয়াস্ত্র নিয়ে সন্দেহভাজন আমিন, কী ছিল তাঁর উদ্দেশ্য? রাতভর জিজ্ঞাসাবাদে কী জানল পুলিশ?

Mamata Banerjee: তদন্তকারীরা জানার চেষ্টা করছেন, নূর যদি মানসিক ভাবে অসুস্থ হয়ে থাকেন তাহলে তাঁর কোনও চিকিৎসা চলছিল কিনা? সেই প্রেসক্রিপশন দেখার চেষ্টা করছে পুলিশ। তিনি মানসিক সমস্যা সংক্রান্ত কোনও ওষুধ খেতেন কিনা, সেটাও আমিনকে জিজ্ঞাসা করেছেন।

Mamata Banerjee: মমতার গলিতে আগ্নেয়াস্ত্র নিয়ে সন্দেহভাজন আমিন, কী ছিল তাঁর উদ্দেশ্য? রাতভর জিজ্ঞাসাবাদে কী জানল পুলিশ?
নূর আমিন এই গাড়িতেই এসেছিলেন শুক্রবার। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 22, 2023 | 12:51 PM

কলকাতা: একুশের সভার আগেই কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলি থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছিল তাঁকে। সেই যুবক শেখ নূর আমিনের ব্যাগে তল্লাশি চালিয়ে একাধিক জিনিস উদ্ধার হয়েছে। নূর আমিন কী উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করছিলেন, তা জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। আমিনের স্ত্রী দাবি করেছিলেন, তাঁর স্বামীর মানসিক সমস্যা রয়েছে। সত্যিই নূরের কোনও মানসিক অসুস্থতা রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

তদন্তকারীরা জানার চেষ্টা করছেন, নূর যদি মানসিক ভাবে অসুস্থ হয়ে থাকেন তাহলে তাঁর কোনও চিকিৎসা চলছিল কিনা? সেই প্রেসক্রিপশন দেখার চেষ্টা করছে পুলিশ। তিনি মানসিক সমস্যা সংক্রান্ত কোনও ওষুধ খেতেন কিনা, সেটাও আমিনকে জিজ্ঞাসা করেছেন।

কোনও চিকিৎসকের কাছে তিনি চিকিৎসা করেছেন, তাও খোঁজ খবর শুরু করেছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, আমিন যে গাড়ি ব্যবহার করত, তাতে পুলিশের স্টিকার লাগানো ছিল।’পুলিশ’ স্টিকার সাঁটানো গাড়ি কেন ব্যবহার করতেন তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, তল্লাশি চালিয়ে গাড়ি থেকে উদ্ধার হয়েছে ভোজালি, আগ্নেয়াস্ত্র ও মাদক। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি নাইন এমএম গোত্রের। নূরের গাড়ি থেকে বেশ কিছু ভুয়ো পরিচয়পত্রও উদ্ধার হয়েছে। কেন , কোথা থেকে ওই সব নথি পেয়েছিলেন নূর? জানার চেষ্টা করছে পুলিশ।

শুক্রবারই একুশের সভা শুরু হওয়ার আগে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির গলি থেকে শেখ আমিনকে গ্রেফতার করে পুলিশ। রুটিন তল্লাশি চালানোর সময়ে তাঁর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, ভোজালি, মাদক পায়। তাতেই তাঁর অভিসন্ধিৎসা নিয়ে শুরু হয় জল্পনা।

জানা গিয়েছে, নূর আমিন আদতে মেদিনীপুরের ডেবরার বাসিন্দা। তাঁর স্ত্রীর দাবি, আমিন ইন্টারিয়র ডিজাইনার। তিনি গত সোমবার গ্রামের বাড়ি থেকে কলকাতায় গিয়েছিলেন। গোটা বিষয়টি নিয়ে তিনি অত্যন্ত বিব্রত। তিনিই দাবি করেছেন, তাঁর স্বামীর মানসিক সমস্যা রয়েছে।