LIVE RG Kar Meeting: ‘যতক্ষণ না অর্ডার বের হয় আন্দোলন চলবে’

সায়নী জোয়ারদার | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 17, 2024 | 1:08 AM

RG Kar Meeting: ১৪ সেপ্টেম্বর আবারও কালীঘাটে বৈঠক ডাকা হয়। সেখানেও সেই একই দাবিতে অনড় ছিলেন আন্দোলনকারীরা। এদিকে রাজ্য লাইভ স্ট্রিমিংয়ে আপত্তি জানিয়েছে প্রথম থেকেই। আজ বৈঠক হলেও লাইভ স্ট্রিমিং হবে না, জানিয়ে দিয়েছে রাজ্য।

LIVE RG Kar Meeting: যতক্ষণ না অর্ডার বের হয় আন্দোলন চলবে
জুনিয়র চিকিৎসকদের সাংবাদিক বৈঠক
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: আজ আবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা। বিকাল ৫টায় বৈঠক হবে। এর আগে ১২ সেপ্টেম্বর প্রথমবার নবান্নে বৈঠকের কথা ছিল। আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা সেখানে গেলেও ‘লাইভ স্ট্রিমিং’য়ের দাবিতে অনড় থাকায় সেদিন ভেস্তে যায় বৈঠক। ১৪ সেপ্টেম্বর আবারও কালীঘাটে বৈঠক ডাকা হয়। সেখানেও সেই একই দাবিতে অনড় ছিলেন আন্দোলনকারীরা। এদিকে রাজ্য লাইভ স্ট্রিমিংয়ে আপত্তি জানিয়েছে প্রথম থেকেই। আজ বৈঠক হলেও লাইভ স্ট্রিমিং হবে না, জানিয়ে দিয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 17 Sep 2024 01:05 AM (IST)

    আন্দোলনকারী চিকিৎসক কিঞ্জল নন্দ যা বললেন…

     

    • এই আন্দোলনে আমরা করছি, এই যে মিটিংয়ে গিয়েছি আসল যুদ্ধ করেছেন আপনারা।
    • এই আন্দোলন-বিদ্রোহ সব আপনারা করেছেন। যেটুকু আজ করতে পেরেছি সব কিছুর পিছনে আপনারা।
    • আমরা সচ্ছ্বতা নিয়ে আন্দোলন করেছি। আমরা বারবার বলেছি তদন্ত হলে যেন সচ্ছ্বতা থাকে। আর এই সচ্ছ্বতা কতটা মূল্যবান, কতটা সত্যতা তা আজ পরিষ্কার। এই সত্যির জায়গা থেকে সরকার বাধ্য হয়েছে আমাদের দাবি মানতে। তবে আমাদের সব দাবি মানা হয়নি। অনেক কিছু মনেছেন, অনেক বাকি আছে। তবে অর্ডার বের হয়নি। তাই যতক্ষণ না অর্ডার বের হয় আন্দোলন চলবে।
  • 16 Sep 2024 11:50 PM (IST)

    পাঁচ ঘণ্টা পর মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরলেন জুনিয়র চিকিৎসকরা

    প্রায় পাঁচ ঘণ্টা অতিক্রান্ত। অবশেষে মুখ্য়মন্ত্রীর বাড়ি থেকে বেরলেন জুনিয়র চিকিৎসকরা। ছ’টা চল্লিশ নাগাদ পৌঁছন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে। রাত প্রায় ১২টা নাগাদ বের হন তাঁরা। জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, “আমাদের পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা হয়েছে। বেশ কয়েকটি বিষয় নিয়ে সদার্থক আলোচনা হয়েছে। বাকি ডিটেল ধরনা মঞ্চে বলব।”


  • 16 Sep 2024 08:46 PM (IST)

    শেষ হল বৈঠক

    • শেষ হল বৈঠক। প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক চলে।
    • মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আসছে বাস। সেখান থেকেই বাসে উঠে বেরিয়ে যাবেন জুনিয়র ডাক্তাররা।
    • ৫টি দাবি নিয়েই আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
    • মিনিটস লেখার কাজ চলছে আপাতত। দু’তরফেই কিছু শর্ত রয়েছে বলে সূত্রের খবর।
  • 16 Sep 2024 07:24 PM (IST)

    অবশেষে বৈঠক শুরু

    • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বৈঠক শুরু।
    • জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক শুরু হয়েছে।
    • সন্ধ্যা ৬টা বেজে ১৮ মিনিটে বাস থেকে নেমেছিলেন জুনিয়র ডাক্তাররা।
    • সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে বৈঠক শুরু হয়েছে।
  • 16 Sep 2024 07:16 PM (IST)

    মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়র ডাক্তাররা

    মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশের আগে নিরাপত্তা সংক্রান্ত প্রক্রিয়ার কাজ চলছে।

  • 16 Sep 2024 06:21 PM (IST)

    ভিতরে ঢুকলেন প্রতিনিধিরা

    • ভিতরে গেলেন সমস্ত মেডিক্যাল কলেজেরই প্রতিনিধিরা। অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দ, অনিকেত কর, লহরী সরকার, রক্তিম মজুমদার, পরিচয় পাণ্ডা, অমৃতা ভট্টাচার্য, রুমেলিকা কুমার-সহ ৩০-৩৫ জন ভিতরে ঢুকলেন।
    • স্টেনোগ্রাফারে মিলল অনুমতি। পেশাদার স্টেনোগ্রাফার নিয়ে ঢোকার অনুমতি দেওয়া হল। প্রতিনিধিরাও ভিতরে ঢুকলেন।
    • জুনিয়র চিকিৎসকদের বাস পৌঁছল কালীঘাটে।
    • সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন, ‘উই ওয়ান্ট জাস্টিস’
    • এদিন আন্দোলনকারীদের বাস একেবারে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পর্যন্ত নিয়ে যাওয়া হল
    • মুখ্যমন্ত্রীর বাড়ির মুখে যে ব্যারিকেড থাকে, আজ তারপরেও আরেকটি ব্যারিকেড করা হয়েছে
  • 16 Sep 2024 05:26 PM (IST)

    ‘কোনও সিদ্ধান্ত জানিয়ে আসব না’

    আন্দোলনকারী জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দ বলেন-

    • আমরা ওখানে আমাদের পাঁচ দফা দাবি নিয়ে কথা বলব।
    • কোনওরকম নেগোশিয়েশনের  জায়গায় আমরা থাকব না। আমরা যদি মনে করি আলোচনা সদর্থক নয়, ফিরে এসে জিবি করে বাকিটা জানাব।
    • আমরা ওখানে কোনও কর্মবিরতি বা আন্দোলনসংক্রান্ত সিদ্ধান্ত জানিয়ে আসব না।

     

  • 16 Sep 2024 05:10 PM (IST)

    স্টেনোগ্রাফার নিয়ে যাবেন জুনিয়র ডাক্তাররা

    • ভিডিয়োগ্রাফার না হলেও এবার স্টেনোগ্রাফার নিয়ে যেতে চান জুনিয়র ডাক্তাররা।
    • আন্দোলনকারীদের তরফে অনিকেত মাহাতো বলেন, ” আমরা পরিষ্কার জানিয়েছি আলোচনায় রাজি। আমাদের তরফ থেকে ২ জন থাকবেন। কার্যবিবরণী যা আলোচনা হবে সেই মিনিটস লিপিবদ্ধ হবে।”
    • রাজ্য প্রশাসকের পক্ষেও যেমন নেবে, জুনিয়র চিকিৎসকরাও তেমন প্রফেশনাল স্টেনোগ্রাফার নিয়ে যাবেন।
    • দুই পক্ষের সই থাকবে। আপাতত এটাই সিদ্ধান্ত হয়েছে। ইমেল পাঠানো হয়েছে।

     

  • 16 Sep 2024 04:31 PM (IST)

    ইমেলের জবাব দিতে ৪ ঘণ্টা? লিখলেন কুণাল

    • বৈঠকের জন্য জুনিয়র ডাক্তারদের ইমেল করা হয় সকাল ১১টা ৪৮ মিনিটে।
    • কিন্তু তার জবাবি ইমেল যায় ৩টে ৫৩ মিনিটে। জবাবি ইমেল যেতে চার ঘণ্টা সময় লেগে গেল।
    • গত শনিবার মুখ্যমন্ত্রী বলেছিলেন সময় নষ্ট করা হচ্ছে।
    • এক্স হ্যান্ডেলে জুনিয়র চিকিৎসকদের ইমেলের উত্তর দেরিতে দেওয়া নিয়ে বললেন কুনাল ঘোষ।

  • 16 Sep 2024 04:28 PM (IST)

    বৈঠক হবে, তবে শর্ত দিলেন জুনিয়র ডাক্তাররা

    মানতে হবে  শর্ত-

    ভিডিয়োগ্রাফি হবে দু’ তরফে। সম্ভব না হলে প্রশাসনের তরফে ভিডিয়োগ্রাফি করে মিটিং শেষেই ভিডিয়ো ফাইল হস্তান্তর করতে হবে। তাতেও রাজি না হলে দু’পক্ষের তরফে মিনিটস রেকর্ড করবে। জুনিয়র চিকিৎসকদের তরফে একজনকে নিয়ে যাওয়া হবে সেই কাজে। কাজ শেষ হলেই বৈঠকের স্বাক্ষরিত কপি তাঁরা নিয়ে আসবেন। প্রথম প্রস্তাবে রাজি না হলে দ্বিতীয়, দ্বিতীয়তে রাজি না হলে তৃতীয়।

  • 16 Sep 2024 04:26 PM (IST)

    সন্দীপ-অভিজিতের গ্রেফতারি গুরুত্বপূর্ণ অগ্রগতি

    তিলোত্তমার ধর্ষণ-খুন মামলায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের গ্রেফতারিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসাবে ধরছেন জুনিয়র চিকিৎসকরা। এই গ্রেফতারির পর স্বচ্ছতার উপরে আরও বেশি করে জোর দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করছেন তাঁরা। দু’তরফের ভিডিয়োগ্রাফার থাকুক, প্রস্তাব তাঁদের। একইসঙ্গে ইমেলে বলা হয়েছে, বৈঠক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেই ভিডিয়োগ্রাফির কপি জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদের হাতে তুলে দিতে হবে।

  • 16 Sep 2024 04:19 PM (IST)

    কালীঘাটের বদলে অন্য কোথাও বৈঠক হলে ভাল হতো

    তবে জুনিয়র ডাক্তাররা একথাও জানান, যদি বৈঠকের স্থান কালীঘাটের পরিবর্তে অন্য কোথাও হতো বেশি খুশি হতেন। অর্থাৎ নবান্ন বা স্বাস্থ্যভবন হলে তাঁরা আরও বেশি খুশি হতেন।

  • 16 Sep 2024 04:17 PM (IST)

    ‘আমরা এই বৈঠকে যোগ দিতে ইচ্ছুক’

    জুনিয়র চিকিৎসকদের তরফে জবাবি ইমেল করা হয়েছে মুখ্যসচিবকে। সেখানে লেখা হয়েছে, ‘একজন আইন মেনে চলা নাগরিক হিসাবে আমরা এই বৈঠকে যোগ দিতে ইচ্ছুক।’

  • 16 Sep 2024 04:15 PM (IST)

    কালীঘাটে এলেন ডিজি

    কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে পৌঁছলেন ডিজি রাজীব কুমার।

  • 16 Sep 2024 04:15 PM (IST)

    সুপ্রিম-শুনানির আগের দিন বৈঠক

    আগামিকাল ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। তার আগে মুখ্যসচিব এদিন চিঠি দিয়ে জানান, পঞ্চমবার তথা শেষ দফার জন্য বৈঠকে যোগ দিতে বলা হচ্ছে।