Mamata Banerjee: দু’দিনের মধ্যেই ফের হাসপাতালে মমতা, শুক্রবারই হতে পারে অস্ত্রোপচার

Sourav Dutta | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 21, 2024 | 4:41 PM

Mamata Banerjee: এর আগে পায়ের চোট নিয়ে বেশ কিছুদিন ভুগেছিলেন মমতা। স্পেন সফরে গিয়ে পায়ে চোট লেগেছিল তাঁর। বিদেশ সফর থেকে কলকাতায় ফিরেই এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ডাক্তারদের পরামর্শ মতো বাড়িতেই চিকিৎসা চলেছিল।

Mamata Banerjee: দুদিনের মধ্যেই ফের হাসপাতালে মমতা, শুক্রবারই হতে পারে অস্ত্রোপচার
মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: গত বুধবার আচমকাই নিউ টাউনের বেসরকারি চক্ষু হাসপাতালে হাসপাতালে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’দিন পর শুক্রবার ফের ওই একই হাসপাতালে ঢুকতে দেখা গেল তাঁকে। এদিন বিকেলে হাসপাতালে প্রবেশ করেন মমতা। সূত্রের খবর, এদিন তাঁর চোখে অপারেশন হবে। জানা যাচ্ছে, গত বুধবার পরীক্ষা করার পর মুখ্যমন্ত্রীর চোখে কিছু সমস্যা ধরা পড়ে। সেই মতো চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন। সেই কারণেই শুক্রবার হাসপাতালে পৌঁছেছেন মমতা।

বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, তৃণমূল সুপ্রিমোর চোখে ‘ইমম্যাচিওরড ছানি’ বা ‘ইমম্যাচিওরড ক্যাটারাক্ট’ ধরা পড়েছে, সেটাই অপারেশন করার কথা বলেছিলেন চিকিৎসকেরা। তবে এদিন ঠিক কতক্ষণের অস্ত্রোপচার হবে, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে এ ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি।

এর আগে পায়ের চোট নিয়ে বেশ কিছুদিন ভুগেছিলেন মমতা। স্পেন সফরে গিয়ে পায়ে চোট লেগেছিল তাঁর। বিদেশ সফর থেকে কলকাতায় ফিরেই এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ডাক্তারদের পরামর্শ মতো বাড়িতেই চিকিৎসা চলেছিল। সেই সময় বাড়ি থেকে বেরতেও পারেননি অনেক দিন। তবে সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনের আগে গোটা রাজ্যে প্রচারের কাজে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী। লোকসভার ফল প্রকাশের পর দফায় দফায় প্রশাসনিক বৈঠকও করেছেন মমতা, দলীয় বৈঠকেরও ভোটের ফল নিয়ে আলোচনা করেছেন।

উল্লেখ্য, কিছুদিন আগেই একটি ছোট অস্ত্রোপচার হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয়। যেদিন তিনি ভর্তি হন, সেদিনই তাঁকে ছেড়ে দেওয়া হয়।

Next Article