কলকাতা: বৈঠকে বসে বিধায়কদের নাম করে সরাসরি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তা দিলেন নারায়ণ গোস্বামী থেকে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাকে মমতা বুঝিয়ে দিয়েছেন, তাঁর সব মন্তব্য দল মেনে নিচ্ছে না। আজ, সোমবার তৃণমূলের পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা। সেখানেই সিদ্দিকুল্লাহকে ডেকে বার্তা দেওয়া হয়েছে। কার্যত সতর্ক করেছেন তিনি।
কিছুদিন আগেই অধিবেশন কক্ষে এ নিয়ে মন্তব্য রাখতে গিয়ে কয়েকদিন আগে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, “আপনারা বলবেন হাম দো হামারো দো, আমরা বলব হাম দো, হামরা চার। এটাই গণতন্ত্র।” পরে আবার সেই মন্তব্যের ব্যাখ্যাও দেন সিদ্দিকুল্লাহ। “চিনের সঙ্গে লড়তে, পাল্লা দিতে জনসংখ্যা বৃদ্ধি দরকার”। তৃণমূল নেতার এই মন্তব্যের পর বিতর্ক হয় প্রবল। বিরোধী তথা বিজেপির নেতারা প্রশ্ন তোলেন বিধায়কের মন্তব্যে।
সূত্রের খবর এদিনের বৈঠকে সিদ্দিকুল্লাহকে ডেকে মমতা ডেকে বলেন, “আপনার অনেক মন্তব্য আমাদের পক্ষে ঠিকই, তবে অনেক মন্তব্য আমাদের পক্ষে নয়, সেটা বিবেচনা করবেন।”
শুধু তাই নয়, আর এক বিধায়ক নারায়ণ গোস্বামীকেও বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত ধমক দিয়ে বিধায়ককে মমতা বলেন, “নিজের এলাকাতেই শুধু থাকবে। অন্যের এলাকায় নাক গলাবে না।” এছাড়াও দলের শৃঙ্খলারক্ষা নিয়ে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও বিধায়ক বেফাঁস কোনও মন্তব্য যাতে না করেন, সে ব্যাপারে সতর্ক করা হয়েছে।