VIDEO: এসএসকেএমের বেডে বসেই ‘বাংলায় গান গাই’ প্রতুলের, গলা মেলালেন মমতাও

Sayanta Bhattacharya | Edited By: সায়নী জোয়ারদার

Jan 15, 2024 | 10:02 PM

CM Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে বসে প্রতুল মুখোপাধ্যায়। ডান হাতে ইনজেকশনের চ্যানেল করা। তার মধ্যেই উদাত্ত কণ্ঠে গাইছেন ‘আমি বাংলায় গান গাই’। তাঁর বেডের উল্টোদিকে বসে মমতা বন্দ্যোপাধ্যায়।

VIDEO: এসএসকেএমের বেডে বসেই ‘বাংলায় গান গাই’ প্রতুলের, গলা মেলালেন মমতাও
এসএসকেএমে প্রতুল মুখোপাধ্যায়কে দেখতে যান মমতা বন্দ্যোপাধ্যায়।
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: ‘আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই…’। প্রতুল মুখোপাধ্যায়ের এই গান এখন বাঙালির বাঙালিয়ানার ‘সিগনেচার টিউন’। সেই শিল্পী প্রতুল মুখোপাধ্যায় এসএসকেএম হাসপাতালে ভর্তি। সোমবার তাঁকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালের বেডে বসেই প্রতুল মুখোপাধ্যায় মমতাকে শোনালেন, তাঁর অতি জনপ্রিয় গান ‘বাংলায় গান গাই’।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে বসে প্রতুল মুখোপাধ্যায়। ডান হাতে ইনজেকশনের চ্যানেল করা। তার মধ্যেই উদাত্ত কণ্ঠে গাইছেন সেই গান।

তাঁর বেডের উল্টোদিকে বসে মমতা বন্দ্যোপাধ্যায়। যেই না ‘বাংলাই দেখি স্বপ্ন’ বলে সুর চড়িয়েছেন, সঙ্গে সঙ্গে মমতা বলে ওঠেন, ‘আবার জোরে গাইছেন?’ ঠিক যেভাবে পরিবারের সদস্যরা বাড়ির অসুস্থ কেউ কথা না শুনলে বকে ওঠেন! শিল্পীও জবাব দেন, ‘কিচ্ছু হবে না।’

এরপর প্রতুল মুখোপাধ্যায় যখন গাইছেন, ‘বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ’, গুনগুন করে তখন গাইছেন মমতাও। গান শেষে শিল্পীর কাছে জানতেও চান, “আপনার ছাত্রীটা কেমন?” অসাধারণ সেই মুহূর্তের ভিডিয়ো শেয়ার করে মমতা লেখেন, ‘প্রতুলদার মুখে আমি বাংলায় গান গাই শোনা সবসময়ই দারুণ অভিজ্ঞতা। আজ এসএসকেএমে গিয়েছিলাম। ওনার গলায় শুনলাম। উনি সুস্থ হচ্ছেন, দেখে ভাল লাগল। উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।’

Next Article