Mamata Banerjee on Chandrayaan-3: ‘জয় চন্দ্রযান-৩’, ইতিহাস গড়ার মুহূর্তে দেশবাসীকে অভিনন্দন মমতার

সৌরভ গুহ | Edited By: Soumya Saha

Aug 23, 2023 | 6:49 PM

Chandrayaan-3: মুখ্যমন্ত্রী টুইটারে লিখেছেন, "ভারত যে বিজ্ঞানচর্চায় ও প্রযুক্তিতে কতটা এগিয়ে গিয়েছে, তা আজ প্রমাণ করে দিলেন আমাদের বিজ্ঞানীরা। এখন ভারতও 'মহাকাশের সুপার লিগে' খাতা খুলে ফেলেছে।"

Mamata Banerjee on Chandrayaan-3: জয় চন্দ্রযান-৩, ইতিহাস গড়ার মুহূর্তে দেশবাসীকে অভিনন্দন মমতার
ইসরোর সাফল্যে টুইট মমতার
Image Credit source: টিভি নাইন বাংলা

Follow Us

কলকাতা: চন্দ্রযান-৩ সফলভাবে অবতরণ করেছে চাঁদের দক্ষিণ মেরুতে। ইতিহাস গড়ল ভারত। দেশের কাছে এ এক গৌরবের দিন। গোটা বিশ্বে ভারতই প্রথম দেশ, যে চাঁদের দক্ষিণ মেরুতে কোনও নভোযান পাঠাল। এই সাফল্যের পর দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘জয় চন্দ্রযান-৩। চন্দ্রাভিযানে এই দুর্দান্ত সাফল্যের জয়। ইসরোর জয়।’ চাঁদের মাটিতে অনুসন্ধান মিশনে দেশের এই মহান সাফল্যে সমগ্র ভারতবাসীকে অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী টুইটারে লিখেছেন, “ভারত যে বিজ্ঞানচর্চায় ও প্রযুক্তিতে কতটা এগিয়ে গিয়েছে, তা আজ প্রমাণ করে দিলেন আমাদের বিজ্ঞানীরা। এখন ভারতও ‘মহাকাশের সুপার লিগে’ খাতা খুলে ফেলেছে।” এই বিরাট সাফল্যের জন্য ইসরো-সহ প্রতি চন্দ্রাভিযানের প্রতিটি স্টেকহোল্ডারকে অভিনন্দন জানিয়েছেন মমতা। টুইটারে তিনি লিখেছেন, ‘আসুন এই গৌরবের মুহূর্ত আমরা সকলে মিলে উদযাপন করি এবং জ্ঞান ও প্রয়োগের ক্ষেত্রে দেশের আরও অগ্রগতির জন্য প্রার্থনা করি।’

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও টুইট করেছেন। চন্দ্রযান-৩ সফলভাবে অবতরণে ইতিহাস সৃষ্টির জন্য ইসরোকে অভিনন্দন জানিয়েছেন শুভেন্দু। একইসঙ্গে ভারতই যে প্রথম দেশ যে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে গেল, সেই কথাও টুইটে উল্লেখ করেছেন তিনি।

চন্দ্রযান-৩-এর সাফল্যের পর টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। গোটা দেশকে গর্বিত করার জন্য ইসরোকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

 

Next Article