Mamata Banerjee on DA: ‘সাইলেন্স প্লিজ, ১ তারিখে মাইনে পান… আর কী চাই বাবু’, আন্দোলনকারীদের বললেন মমতা

Mamata Banerjee on DA: এরপরই আন্দোলনকারীদের উদ্দেশে মমতা বলেন, 'আগে তো ১ তারিখে মাইনেও পেতেন না। এখন ১ তারিখে পেনশন পান।'

Mamata Banerjee on DA: 'সাইলেন্স প্লিজ, ১ তারিখে মাইনে পান... আর কী চাই বাবু', আন্দোলনকারীদের বললেন মমতা
ডিএ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Mar 30, 2023 | 5:24 PM

কলকাতা : মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন ক্রমশ বড় আকার নিয়েছে। মুখ্যমন্ত্রীর মন্তব্যের জেরে ঝাঁঝ বেড়েছে আরও। বৃহস্পতিবার আন্দোলনকারীদের মঞ্চে যখন সুর চড়াচ্ছেন বিকাশ ভট্টাচার্য, সুজন চক্রবর্তীরা, তখন অদূরে ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বললেন ‘সাইলেন্স প্লিজ’। সরকারি কর্মীদের কার্যত চুপ করে যেতে বললেন তিনি। তাঁর যুক্তি, সরকারি কর্মীরা মাসের ১ তারিখে বেতন পান, অবসরপ্রাপ্তরা পেনশনও পান। মমতার প্রশ্ন, আর কী চাই? বুধবারই মমতা দাবি করেছিলেন, ডিএ আন্দোলনের মঞ্চে যাঁরা আছেন, তাঁরা চিরকুটে চাকরি পেয়েছিলেন। তাঁদের ‘চোর-ডাকাত’ বলেও কটাক্ষ করেছিলেন মমতা। তারই প্রতিবাদে বৃহস্পতিবার মহামিছিল করেন আন্দোলনকারীরা। এবার ফের ডিএ আন্দোলনকারীদের কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী।

আন্দোলনকারীরা বারবার কর্মবিরতির পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এই প্রসঙ্গ টেনে মমতা বলেন, ‘ওরা বলছে পেন ডাউন করব, কাজে আসব না। হাতে গোনা কয়েকটা লোক এই কাজটা করছে। জনগণের টাকা নিয়ে পেন ডাউন? আমি বলছি, সাইলেন্স প্লিজ।’

এরপরই আন্দোলনকারীদের উদ্দেশে মমতা বলেন, ‘আগে তো ১ তারিখে মাইনেও পেতেন না। এখন ১ তারিখে পেনশন পান।’ ফের একবার চিরকুটে চাকরি হয়েছে বলে তোপ দাগেন আন্দোলনকারীদের। তিনি বলেন, ‘চিরকুটে চাকরি পেয়ে ৫৫-৬০ হাজার টাকা পেনশন পায়। টাকা নিচ্ছে, পেনশন নিচ্ছে আরও চাই? আমরা রাজ্য সরকারের তরফে ১০৬ শতাংশ ডিএ দিয়েছি। এটা দেওয়ার কথা নয়। কেন্দ্রের চাকরি করতে গিয়েছ, যাও।’

এই প্রসঙ্গেই বাম-বিজেপির যোগসাজশের অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। আন্দোলনকারীদের বলেন, ‘বিজেপির ঝান্ডা নিলে কি বিজেপি তোমাকে ডিএ পাইয়ে দেবে। ত্রিপুরায় দেবে বলেছিল। দিতে পারেনি।’

মমতার এই মন্তব্যের পর এক আন্দোলনকারী বলেন, ‘আমরা এসবে অভ্যস্ত হয়ে গেছি। উনি জানেন না। জানলেও ভুল বলেন। কেন্দ্রের যে ফান্ড থেকে বেতন হয়, তাতে কোনও বকেয়া নেই। ভুল বললে আমাদের নামে মামলা করা হোক। আর পেনশন বেতনের অংশ, ডিএ বেতনের অংশ, এটা উচ্ছিষ্ট নয়। উনি এসে বলুন কী সমস্যা আমরা মিটিয়ে নেব। আমাদের নায্য বেতন চাই, ১ তারিখ হোক বা ১৫ তারিখ।’