Mamata Banerjee: আরও ৮ লাখ নতুন বিধবা ভাতা! বুধবারই চালু করে দেবেন মুখ্যমন্ত্রী
Social Scheme: আগামী ২৩ মার্চ নেতাজি ইনডোর স্টেডিয়ামে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে নতুন ৮ লাখ বিধবা ভাতা আনুষ্ঠানিকভাবে চালু করা হবে।
কলকাতা : রাজ্য়ে ক্ষমতায় আসার পর মহিলা ভোটব্যাঙ্কের উপর শুরু থেকেই একার দখল রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই মহিলা ভোটব্যাঙ্ক যাতে কোনওভাবেই হাতছাড়া না হয়ে যায়, সেই দিকেই রয়েছে সজাগ দৃষ্টি। রাজ্যে মহিলাদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে একগুচ্ছ প্রকল্প ও ভাতা চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সম্প্রতি রাজ্য বাজেট পেশ করার সময়ও মহিলাদের উপর যে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে, তার একটি প্রতিফলন পাওয়া গিয়েছে। আর এবার সেই মহিলা ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্য সরকারের। আগামী ২৩ মার্চ নেতাজি ইনডোর স্টেডিয়ামে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে নতুন ৮ লাখ বিধবা ভাতা আনুষ্ঠানিকভাবে চালু করা হবে।
উল্লেখ্য, বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্য বাজেটে বিধবা মহিলাদের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিধবা ভাতার জন্য বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ২ হাজার ৫০০ কোটি টাকা। রাজ্যে বর্তমানে আনুমানিক প্রায় ১৩ লাখেও বেশি মহিলা বিধবা ভাতা পান। এবার আগামী বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে আরও ৮ লাখ বিধবা ভাতা চালু করবেন। অর্থাৎ, সব মিলিয়ে প্রায় ২১ লাখের বেশি মহিলা বিধবা ভাতার সুবিধা পাবেন।
নতুন করে যে ৮ লাখ মহিলাকে বিধবা ভাতার সুবিধা দেওয়া হবে, সে কথা আগেই জানিয়েছিল সরকার। রাজ্য সরকারের যে দুয়ারে সরকার প্রকল্প রয়েছে, তার মাধ্যমে রাজ্যের প্রায় ৮ লাখ মহিলা বিধবা ভাতার জন্য আবেদন করেছিলেন বলে জানিয়েছিল সরকার। সঙ্গে এও বলা হয়েছিল, ওই ৮ লাখ মহিলাকেই বিধবা ভাতা দেওয়া হবে এবং চলতি বছরের এপ্রিল মাস থেকেই তাঁদের পেনশন চালু হয়ে যাবে। সেই মতো বুধবার ৮ লাখ নতুন বিধবা ভাতার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন : Kalna Municipality: ক্ষমা চাইলেন তপন পোড়েল, কি রয়েছে কালনার বহিষ্কৃত কাউন্সিলরের ভাগ্যে?