বলেছিলেন ‘চাড্ডা ফাড্ডা গাড্ডা’, সেই নাড্ডার আরোগ্য কামনায় টুইট মমতার

ঋদ্ধীশ দত্ত |

Dec 13, 2020 | 7:58 PM

চলতি সপ্তাহেই যে বিজেপি সর্বভারতীয় সভাপতিকে ‘চাড্ডা, ফাড্ডা, গাড্ডা বলে তিনি কটাক্ষ করেছিলেন, এদিন সেই জেপি নাড্ডার (JP Nadda) দ্রুত আরোগ্য কামনায় টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বলেছিলেন ‘চাড্ডা ফাড্ডা গাড্ডা’, সেই নাড্ডার আরোগ্য কামনায় টুইট মমতার
ফাইল ছবি।

Follow Us

কলকাতা: রাজনৈতিক মতানৈক্য থাকলেও বিরোধীদের সঙ্গে সৌজন্যের কথা এলে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তুলনা হন কেবল তিনি নিজেই। যে বিজেপি সর্বভারতীয় সভাপতিকে ‘চাড্ডা, ফাড্ডা, গাড্ডা বলে তিনি কটাক্ষ করেছিলেন, এদিন সেই জেপি নাড্ডার (JP Nadda) দ্রুত আরোগ্য কামনায় টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চলতি সপ্তাহেই দু’দিনের পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র অনেকটা সময়ও কাটান তিনি। তবে ফেরার পর থেকেই উপসর্গ দেখা যাচ্ছিল। এদিন কোভিড (COVID 19) রিপোর্ট পজেটিভ আসে তাঁর। টুইট করে জানান, “করোনার সামান্য উপসর্গ থাকার জন্য করোনা পরীক্ষা করেছিলাম। আমার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। আমার শারীরিক অবস্থা ভাল আছে। চিকিৎসকদের পরামর্শ মতো হোম আইসোলেশনে আছি। বিগত কয়েক দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা নিজেদের আইসোলেশনে রাখুন ও করোনা পরীক্ষা করান।”

নাড্ডার এই টুইটের কিছুক্ষণের মধ্যেই তাঁর আরোগ্য কামনায় টুইট করেন মমতা। মুখ্যমন্ত্রী লেখেন, ‘বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কোভিড পজেটিভ শুনলাম। তাঁর দ্রুত আরোগ্য এবং সুস্বাস্থ্য কামনা করি। এই সময়ে ওঁর পরিবারের জন্যও প্রার্থনা করি।‘

অথচ ৪৮ ঘণ্টা আগে এই মমতাই বিজেপি সর্বভারতীয় সভাপতিকে একাধিক বিশেষণে বিদ্ধ করেছিলেন। যেদিন ডায়মন্ড হারবারে নাড্ডার কনভয়ে হামলা হয়, সেদিনই গান্ধীমূর্তির পাদদেশে কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে আয়োজিত ধর্ণা মঞ্চ থেকে মমতাকে বলতে শোনা গিয়েছিল, ‘চাড্ডা ফাড্ডা গাড্ডা নাড্ডা, রোজ কেউ না কেউ চলে আসছে।‘ শুধু তাই নয়, শিরাকোলে হামলার জন্য বিজেপিকেই দায়ী করেন তিনি। বলেন, ‘তোমরা প্ল্যানিং করে করোনি তো! আমি পুলিসকে বলব তদন্ত করে বের করতে সব। সব মিথ্যে মানা যায় না। আর যাবেও না।‘

সেদিনের মঞ্চ থেকে এহেন ঝাঁঝালো আক্রমণ করা মমতাই এদিন নাড্ডার আরোগ্য কামনা করে টুইট করেছেন। রাজনীতির বাইরে গিয়ে ন্যূনতম সৌজন্য থেকে যে তিনি সরে আসেননি, সেটাই কার্যত বুঝিয়ে দিয়েছেন নেত্রী।

আরও পড়ুন: ‘মমতা কাল মারা গেলে কে মুখ্যমন্ত্রী হবে তা নিয়ে প্রতিযোগিতা চলছে’, বিস্ফোরক মুকুল 

Next Article