মমতাকে ফোন শরদ পাওয়ারের, কেন্দ্রের বিরুদ্ধে এককাট্টা হওয়ার ডাক

তবে কি কেন্দ্রের বিরুদ্ধে আরও একবার তৈরি হবে বিরোধী জোট?

মমতাকে ফোন শরদ পাওয়ারের, কেন্দ্রের বিরুদ্ধে এককাট্টা হওয়ার ডাক
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Dec 20, 2020 | 1:37 PM

সৌরভ গুহ: মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন এনসিপি প্রধান শরদ পাওয়ারের। জানুয়ারিতেই কলকাতায় আসছেন তিনি। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে ফেলতে চাইছে বিজেপি, এই মর্মে কলকাতায় সভা করবেন শরদ। অন্যান্য আঞ্চলিক দলের প্রতিনিধিরাও ওই সভায় থাকবেন। কৃষি আইন নিয়েও যৌথ আন্দোলনের ইঙ্গিত। বিজেপিকে রুখতে নতুন বছরে তবে কি ফের এক জোট হওয়ার পরিকল্পনা বিরোধীদের। এনসিপি সুপ্রিমোর মমতাকে ফোন উস্কে দিল সেই জল্পনা।

সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগে আঞ্চলিক দলগুলিকে নিয়ে যৌথ আন্দোলন শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্য বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আঞ্চলিক দলগুলিকে সঙ্গে করেই জানুয়ারি মাসে সভা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে এনসিপি প্রধান শরদ পাওয়ারের ফোন সে বার্তাই দিল।

কৃষি আইনের বিরোধিতা থেকে তিন আইপিএস বদলি, সমস্ত ঘটনা আসলে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার উপরে হস্তক্ষেপ বলে মানছেন শরদ-সহ অন্যান্য আঞ্চলিক নেতারা। এবার কলকাতায় মমতার আহ্বানে যৌথ সভায় থাকবেন শরদ-সহ অন্যান্য নেতৃত্ব। কলকাতার সভার পরে দিল্লিতেও যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নির্বাচনকে সামনে রেখে আরও একবার বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে নামতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। এ ক্ষেত্রে তাঁর ভরসা পুরনো আঞ্চলিক দলগুলির নেতৃত্ব।

রাজ্য বিধানসভা নির্বাচনে তৃণমূলের উপর চাপ বাড়াচ্ছে বিজেপি। ঠিক সেই সময় তৃণমূল কংগ্রেস এই বার্তাই স্পষ্ট করতে চায় বিজেপির বিরোধিতা শুধুমাত্র রাজ্য নির্বাচনকে মাথায় রেখেই নয়, বরং ‘সংবিধান রক্ষা’র জন্য বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের পথেই নামছে তৃণমূল। বিজেপিকে ‘সংবিধান ধ্বংসকারী’ আখ্যা দিয়ে বাংলার বাইরেও বিজেপি বিরোধিতার সুর চড়াতে চাইছেন তৃণমূল সুপ্রিমো।