অশান্তির জের, একের পর এক বিমান সংস্থা ভারত থেকে বাংলাদেশের উড়ান বাতিল করছে

Aritra Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 05, 2024 | 10:45 PM

Kolkata Airport: ইতিমধ্যেই বাংলাদেশগামী সমস্ত বিমান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। তবে যে সকল যাত্রী বুকিং করেছিলেন তাঁদের টিকিট বাতিলের ফি দেওয়া হবে। তেমনই জানিয়েছে বিমান সংস্থা। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, বাংলাদেশের অশান্ত পরিস্থিতির জন্য ঢাকাগামী সমস্ত বিমান বাতিল করা হয়েছে।

অশান্তির জের, একের পর এক বিমান সংস্থা ভারত থেকে বাংলাদেশের উড়ান বাতিল করছে
প্রতীকী চিত্র
Image Credit source: Pixabay

Follow Us

কলকাতা: কোনও রকম অশান্তি এড়াতে রাত্রি এগারোটা পর্যন্ত বন্ধ বন্ধ রয়েছে ঢাকা বিমানবন্দর। সব রকম বিমান চলাচল আপাতত বন্ধ রয়েছে। তবে বিমানবন্দর সূত্রে জানা যাচ্ছে, ভারত থেকে ঢাকা যাওয়ার একের পর এক বিমান বাতিল করা হচ্ছে।

ইতিমধ্যেই বাংলাদেশগামী সমস্ত বিমান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। তবে যে সকল যাত্রী বুকিং করেছিলেন তাঁদের টিকিট বাতিলের ফি দেওয়া হবে। তেমনই জানিয়েছে বিমান সংস্থা। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, বাংলাদেশের অশান্ত পরিস্থিতির জন্য ঢাকাগামী সমস্ত বিমান বাতিল করা হয়েছে। তবে একা এয়ার ইন্ডিয়া নয়, তাদের পথে হাঁটল আরও এক বিমান সংস্থা ভিস্তারাও। অফিসিয়াল এক্স হ্যান্ডেলে জানিয়ে দেওয়া হল বাংলাদেশগামী বিমান বাতিলের সিদ্ধান্ত। অস্থায়ীভাবে ভিস্তারার বিমান পরিষেবা আপাতত বন্ধ থাকবে। এর পাশাপাশি ইন্ডিগো বিমান সংস্থাও জানিয়েছে, আপাতত বাংলাদেশে উড়বে না তাঁদের বিমান।

বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে দিনে সাতটি বিমান যাতায়াত করে। যার মধ্যে সোমবার কলকাতায় পৌঁছেছে চারটি বিমান। বাকি তিনটি বিমান বাতিল হয়েছে।

Next Article