কলকাতা: কয়েক হাজার মানুষ প্রতিদিন লোকাল ট্রেনের ওপর ভরসা করেই কর্মস্থলে যান। রাজ্যের একটা বড় অংশের মানুষের নিত্য যাতায়াতের মাধ্যম লোকাল ট্রেন (Local Train)। কম খরচে, ঠিক সময়ে গন্তব্যে পৌঁছনোর জন্য এর থেকে ভাল বিকল্প নেই বললেই চলে। তাই সেই ট্রেন বাতিল হলে রীতিমতো সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। এবার ফের শিয়ালদহ (Sealdah) ডিভিশনে ট্রেন বাতিল হবে বলে জানানো হল রেলের তরফ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে। ১৮ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার রাত ১১ টা থেকে ১৯ তারিখ অর্থাৎ রবিবার সকাল ৯ টা পর্যন্ত শিয়ালদহ ডিভিশনের একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
রেলের তরফ থেকে জানানো হয়েছে, রেল ট্র্যাক মেরামতির জন্য ট্রেন বাতিল করতে হচ্ছে। শিয়ালদহ স্টেশন সংলগ্ন লাইনে কাজ হবে। যাত্রীদের নিরাপত্তার জন্য এই মেরামতির কাজ অত্যন্ত প্রয়োজনীয় বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। লাইনে এই কাজ শেষ সম্পূর্ণ হলে আরও দ্রুত, কোনও বাধা ছাড়াই ছুটবে ট্রেন।
বনগাঁ – শিয়ালদহ : আপ ৩৩৮১৩ ও ডাউন ৩৩৮১৬
হাবরা – শিয়ালদহ : আপ ৩৩৬৫১ ও ডাউন ৩৩৮১৬
ডানকুনি – শিয়ালদহ : আপ ৩২২১১ ও ডাউন ৩২২১২
রানাঘাট – শিয়ালদহ : আপ ৩১৬১৭ ও ডাউন ৩১৬১৪
কল্যাণী সীমান্ত – শিয়ালদহ : আপ ৩১৩১১ ও ডাউন ৩১৩১৪
ব্যারাকপুর – শিয়ালদহ : আপ ৩১২১৩ ও ডাউন ৩১২১৪
শান্তিপুর – শিয়ালদহ : আপ ৩১৫১৩ ও ডাউন ৩১৫১৪
ট্রেন বাতিল হওয়ার জেরে স্বাভাবিকভাবেই সপ্তাহান্তে সমস্যা পড়তে হবে যাত্রীদের। যদিও শনিবার ও রবিবার অনেক কর্মক্ষেত্রেই ছুটির দিন। তা সত্ত্বেও বহু মানুষ যাতায়াত করেন এই দিনগুলিতে।