Bangla NewsKolkata Many Trains Including Cancelled Informs NF Railway maligaon
Train Route: নন-ইন্টারলকিংয়ের কাজ হবে, পদাতিক, তিস্তা-তোর্সা-সহ একাধিক ট্রেনের পথ বদল
Rail Cancel: ২৮ ও ২৯ তারিখের শিলিগুড়ি জং-মালদহ কোর্ট (07520) ডেমু এবং 07519 মালদহ কোর্ট-শিলিগুড়ি জং ডেমু বাতিল করা হয়েছে। ২৯ ও ৩০ সেপ্টেম্বর বাতিল থাকবে 07508 শিলিগুড়ি জং-রাধিকাপুর ডেমু ট্রেন ও 07507 রাধিকাপুর-শিলিগুড়ি জং ডেমু।
ট্রেনের রুট বদল নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য।
Follow Us
কলকাতা: আবারও একাধিক ট্রেন বাতিল। রাঙাপানি স্টেশনে যান্ত্রিক ত্রুটি মেরামতের জন্য একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল করা হল। ২৮ ও ২৯ তারিখ উত্তরবঙ্গের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। ট্রেনের পথও পরিবর্তন করা হয়েছে। নন-ইন্টারলকিংয়ের কাজ হবে ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। তার আগে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রি নন-ইন্টারলকিংয়ের কাজ।
আর এই কাজের জন্য ২৮ ও ২৯ তারিখের শিলিগুড়ি জং-মালদহ কোর্ট (07520) ডেমু এবং 07519 মালদহ কোর্ট-শিলিগুড়ি জং ডেমু বাতিল করা হয়েছে। ২৯ ও ৩০ সেপ্টেম্বর বাতিল থাকবে 07508 শিলিগুড়ি জং-রাধিকাপুর ডেমু ট্রেন ও 07507 রাধিকাপুর-শিলিগুড়ি জং ডেমু।