Aliah University: আলিয়ার ছাত্রদের হস্টেল থেকে বেরিয়ে যেতে বলার অভিযোগ, কাঠগড়ায় আজাদ কলেজের পড়ুয়ারা

Aliah University: আলিয়ার পড়ুয়ারদের অভিযোগ, আজাদ কলেজের পড়ুয়ারা অ্যানেক্স বিল্ডিংয়ের প্রথম ও দ্বিতীয় তলায় থাকে। আর আলিয়ার পড়ুয়ারা থাকেন তৃতীয় ও চতুর্থ তলায়। অভিযোগ, বুধবার রাত্রিবেলা আজাদ কলেজের পড়ুয়ারা বলে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের চলে যেতে।এই ঘটনার প্রতিবাদ করায় গেটে তালা বন্ধ করে রাখা হয় বলেও অভিযোগ। প্রমাণ রাখার জন্য ভিডিয়ো কল করতে গেলে সেই মোবাইল কেড়ে নেওয়া হয় বলেও দাবি। তালতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Aliah University: আলিয়ার ছাত্রদের হস্টেল থেকে বেরিয়ে যেতে বলার অভিযোগ, কাঠগড়ায় আজাদ কলেজের পড়ুয়ারা
অ্যানেক্স ভবনImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 14, 2023 | 10:22 AM

কলকাতা: মৌলানা আজাদ কলেজের পড়ুয়াদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলল আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। অভিযোগকারী ছাত্রদের দাবি, আজাত কলেজের পড়ুয়ারা তাঁদের হস্টেল ছেড়ে চলে যেতে বলে। সেই ঘটনার প্রতিবাদ করলে গেটে তালা বন্ধ করে রাখা হয় বলেও অভিযোগ। ইতিমধ্যেই তালতলা থানায় দায়ের হয়েছে অভিযোগ।

আলিয়ার পড়ুয়ারদের অভিযোগ, আজাদ কলেজের পড়ুয়ারা অ্যানেক্স বিল্ডিংয়ের প্রথম ও দ্বিতীয় তলায় থাকে। আর আলিয়ার পড়ুয়ারা থাকেন তৃতীয় ও চতুর্থ তলায়। অভিযোগ, বুধবার রাত্রিবেলা আজাদ কলেজের পড়ুয়ারা বলে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের চলে যেতে।এই ঘটনার প্রতিবাদ করায় গেটে তালা বন্ধ করে রাখা হয় বলেও অভিযোগ। প্রমাণ রাখার জন্য ভিডিয়ো কল করতে গেলে সেই মোবাইল কেড়ে নেওয়া হয় বলেও দাবি। তালতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাতেই সুপারকেও জানানো হয়েছে বলে আলিয়ার পড়ুয়াদের দাবি। তবে এই ঘটনা প্রথম নয়। ছমাস আগেও একই ঘটনা ঘটেছিল বলে দাবি আলিয়ার পড়ুয়ারদের।

এই বিষয়ে বৃহস্পতিবার ত্রিপাক্ষিক বৈঠক আছে। যেখানে পড়ুয়া, পুলিশ ও কর্তৃপক্ষর উপস্থিত থাকার কথা বলা হয়েছে। ঘটনা প্রসঙ্গে নিরাপত্তা রক্ষীর বলেছেন, “গতকাল রাতে হঠাৎ করে গন্ডগোল শুরু হয়। তালাও লাগিয়ে দেওয়া হয়।”

তবে গোটা ঘটনায় আজাদ কলেজের কোনও পড়ুয়ার প্রতিক্রিয়া মেলেনি। অপরদিকে, শেখ ইরফান সাদিক নামে আলিয়া বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া বলেন, “ছমাস আগেও আমাদের চলে যেতে বলেছিল। থানায় অভিয়োগ করেছিলাম। কিছুই হয়নি। কালকে প্রায় তিন ঘণ্টা আমাদের আটকে রেখেছিল। এমনকী আমাদের মোবাইলও কেড়ে নেওয়া হয়েছিল।”