Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rain Forecast: দক্ষিণবঙ্গের জন্য বড়সড় অশনি সংকেত হাওয়া অফিসের! কী হবে আগামী ২৪ ঘণ্টায়?

Rain Forecast: ৪ জেলায় একদিনে ২০০ মিমি পর্যন্ত বৃষ্টির হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়ায়। হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Rain Forecast: দক্ষিণবঙ্গের জন্য বড়সড় অশনি সংকেত হাওয়া অফিসের! কী হবে আগামী ২৪ ঘণ্টায়?
কী বলছে হাওয়া অফিস?
Follow Us:
| Edited By: | Updated on: Aug 02, 2024 | 3:09 PM

কলকাতা: বিগত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি চলছে জেলায় জেলায়। মুষলধারায় ভাসছে কলকাতা সহ আশপাশের এলাকা। এ বার গভীর নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। আরও ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গে সতর্কতা জারি। দক্ষিণবঙ্গের আরও এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা। পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতাও জারি করে দিয়েছে হাওয়া অফিস। বীরভূম, মুর্শিদাবাদেও অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। 

এই ৪ জেলায় একদিনে ২০০ মিমি পর্যন্ত বৃষ্টির হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়ায়। হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না উত্তরবঙ্গও। যদিও বিগত কয়েক সপ্তাহ ধরে প্রবল বৃষ্টি পেয়েছে পাহাড়ের একের পর এক জেলা। নানা প্রান্তে লাগাতার ধসের ছবিও দেখা গিয়েছে। থমকেছে পর্যটন শিল্প।

এবার নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গেও মুষলধারায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। শনিবার সকাল পর্যন্ত আলিপুরদুয়ারে জারি লাল সতর্কতা। একদিনে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির আশঙ্কা এই জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাসে উদ্বেগ বাড়ছে জেলার বাসিন্দাদের। অন্যদিকে দার্জিলিং, কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। জলপাইগুড়ি, কোচবিহার, মালদহেও জারি কমলা সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। পাশাপাশি সিকিম, ভুটানের জলে উত্তরবঙ্গের বিপদ বাড়তে পারে। তাতেই বাড়ছে চিন্তা।