Christmas Metro Services: বড়দিনে মেট্রোর সূচিতে রদবদল, বড় ঘোষণা মেট্রো রেলের

Aritra Ghosh | Edited By: জয়দীপ দাস

Dec 20, 2023 | 6:04 PM

Christmas Metro Services: ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে বলে মেট্রোর তরফে জানানো হয়েছে। মূলত পার্কস্ট্রিট ও আশেপাশের এলাকায় ওই দিন বড়দিনের উদযাপনে যাঁরা সামিল হবেন তাঁদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে মেট্রোর তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Christmas Metro Services: বড়দিনে মেট্রোর সূচিতে রদবদল, বড় ঘোষণা মেট্রো রেলের
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: হাতে আর মাত্র ক’টা দিন। তারপরেই বড়দিন, নববর্ষের উদযাপনে মেতে উঠবে গোটা দেশ। এখন থেকেই সেজে উঠতে শুরু করেছে পার্ক স্ট্রিট। এরইমধ্যে বড়দিন উপলক্ষে মেট্রো পরিষেবায় বড় রদবদল হয়ে গেল। কলকাতা মেট্রোর তরফে জারি হয়েছে বিবৃতি। তাতেই বলা হয়েছে ২৫ ডিসেম্বর কমছে মেট্রোর সংখ্যা। ২৮৮টি মেট্রোর পরিবর্তে চলবে ১৯৪টি মেট্রো। তবে বড়দিনের রাতে যাঁরা রাস্তায় থাকবেন তাঁদের জন্য রয়েছে খুশির খবর। 

২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে বলে মেট্রোর তরফে জানানো হয়েছে। মূলত পার্কস্ট্রিট ও আশেপাশের এলাকায় ওই দিন বড়দিনের উদযাপনে যাঁরা সামিল হবেন তাঁদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে মেট্রোর তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। একইসঙ্গে ব্যস্ত সময়ে প্রতি ৮ মিনিট অন্তর পরিষেবা মিলবে বলেও জানানো হয়েছে। সন্ধ্যায় এই সূচি মেনে পরিষেবা মিলবে বলে জানা যাচ্ছে।

নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২৫ ডিসেম্বর সকাল ৬টা ৫৫ মিনিটের পরিবর্তে ৮টা ৫৫ মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো চলবে। অন্যদিকে সকাল ৬টা ৫০ মিনিটের পরিবর্তে সকাল ৯ টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো পরিষেবা মিলবে। সকাল ৬টা ৫০ এর পরিবর্তে সকাল ৯ টায় দমদম থেকে কবি সুভাষ মেট্রো থাকছে। সকাল ৭ টার পরিবর্তে সকাল ৯ টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রো যাবে।

অন্যদিকে ওইদিন শেষ মেট্রো রাত ৯টা ২৮ মিনিটের পরিবর্তে রাত ১০.৫৮ মিনিটে মিলবে। দক্ষিণেশ্বর থেকে ছেড়ে আসবে কবি সুভাষ। রাত ৯টা ৩০ মিনিটের পরিবর্তে ১১টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো পরিষেবা মিলবে। রাত ৯টা ৪০ মিনিটের পরিবর্তে রাত ১১টা ১০ নাগাদ দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা মিলবে। রাত ৯টা ৪০ এর পরিবর্তে ১১টা ১০ মিনিটে কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত মেট্রো পরিষেবা মিলবে। 

Next Article