National Library: সিলমোহর কেন্দ্রের, ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবনে জুড়ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম

Anjan Roy | Edited By: Soumya Saha

Jul 06, 2023 | 12:03 AM

National Library: কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে ইতিমধ্যেই নতুন নামের জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে। এই মর্মে ন্যাশনাল লাইব্রেরির ডিরেক্টরকে একটি চিঠিও পাঠানো হয়েছে সংস্কৃতি মন্ত্রকের গ্রন্থাগার বিভাগ থেকে। সেখানে জানানো হয়েছে ভাষা ভবনের নাম এবার থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাষা ভবন করার জন্য অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী।

National Library: সিলমোহর কেন্দ্রের, ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবনে জুড়ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম
জাতীয় গ্রন্থাগার

Follow Us

কলকাতা: বদলে যাচ্ছে ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবনের নাম। কলকাতার ঐতিহ্যবাহী জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনের নামকরণ এবার করা হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে ইতিমধ্যেই নতুন নামের জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে। এই মর্মে ন্যাশনাল লাইব্রেরির ডিরেক্টরকে একটি চিঠিও পাঠানো হয়েছে সংস্কৃতি মন্ত্রকের গ্রন্থাগার বিভাগ থেকে। সেখানে জানানো হয়েছে ভাষা ভবনের নাম এবার থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাষা ভবন করার জন্য অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি। উল্লেখ্য, বঙ্গ বিজেপির থেকে অনেকদিন ধরে এই ভাষা ভবনের নামের সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম যুক্ত করার দাবি তোলা হচ্ছিল। শেষ পর্যন্ত সেই দাবিতে সিলমোহর দিল কেন্দ্র।

বহু স্মৃতি জড়িয়ে রয়েছে এই জাতীয় গ্রন্থাগারকে কেন্দ্র করে। মীর জাফরের আমলে তৈরি হয়েছিল এই বেলভিডিয়ার গার্ডেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই বেলভিডিয়ার গার্ডেন হয়ে ওঠে জাতীয় গ্রন্থাগার। বিশাল প্রাসাদোপম বিল্ডিং। এককালে বড়লাট ওয়ারেন হেস্টিংস সাহেব থাকতেন এই প্রাসাদে। এই সুদীর্ঘ অতীতের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস। বহু উত্থান-পতনের সাক্ষী এই বেলভিডিয়ার গার্ডেন ১৯৫৩ সালে হয়ে ওঠে কলকাতার বইপ্রেমীদের নতুন ঠিকানা। জাতীয় গ্রন্থাগারের নতুন ঠিকানা হয় এই বেলভিডিয়ার গার্ডেন। বিশাল আকার এই প্রাসাদে জাতীয় গ্রন্থাগারের বিভিন্ন বিভাগ ছড়িয়ে রয়েছে। তার মধ্যে একটি হল ভাষা ভবন। এবার থেকে সেই ভাষা ভবনের নতুন নামকরণ হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাষা ভবন।

উল্লেখ্য,  বিগত দিনে কলকাতা পোর্টের নামও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে নামাঙ্কিত করা হয়েছে। ২০২০ সালে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কলকাতা পোর্টের নতুন নাম করা হয়েছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর। আর এবার শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের নামে নামকরণ করা হল জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনেরও।

কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে টুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। এই সিদ্ধান্তের জন্য নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন সুকান্ত।

Next Article