Jiban Krishna Saha: শুধু ভোটেই ২৫ লক্ষ খরচ করেছিলেন প্রাইমারি শিক্ষক জীবনকৃষ্ণ, সবটাই সেভিংস? অবাক ED
Jiban Krishna Saha: সিবিআই-এর মামলায় আগেও গ্রেফতার হয়েছিলেন জীবনকৃষ্ণ। এবার ইডি তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে। উঠে আসছে আরও অনেক তথ্য।

কলকাতা: রাজনীতির জগতে বেশিদিন পা রাখেননি জীবনকৃষ্ণ। পেশায় প্রাইমারি বা প্রাথমিক স্কুলের শিক্ষক। তাঁর অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা এল কী করে, সেটাই প্রশ্ন কেন্দ্রীয় সংস্থার তদন্তকারী আধিকারিকদের। বিধায়ক গ্রেফতার হওয়ার পর সামনে এল জীবনের নির্বাচনী খরচের হিসেব। শুধুমাত্র ২০২১-এ নির্বাচনী কাজেই তিনি নাকি খরচ করেছিলন ২৫ লক্ষ টাকা। এই অঙ্ক শুনে সন্দেহ বাড়ছে আধিকারিকদের।
ইডি সূত্রের খবর, খরচের হিসেব দিয়েছেন জীবনকৃষ্ণ। ইডির আধিকারিকদের তরফে জানতে চাওয়া হয়েছে, এই টাকার উৎস কী। যাঁর কোনও রাজনৈতিক পরিচয় ছিল না, কোনও ব্যবসা নেই, যিনি পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক, তাঁর কাছে এত টাকা এল কোথা থেকে। আধিকারিকদের সন্দেহ, ওই টাকা জীবনকৃষ্ণের আয়ের বাইরে।
বড়ঞার বিধায়কের দাবি, এই টাকা তাঁর জমানো টাকা। তবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। নির্বাচনের কাজে যারা যুক্ত ছিল, তাদের কাছেও জানতে চাওয়া হতে পারে এই বিষয়ে।
উল্লেখ্য, জীবনকৃষ্ণের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে তাঁর পিসি মায়া সাহা, নিতাই সাহা, গৌর সাহা, রাজেশ ঘোষ-সহ ঘনিষ্ঠদের নামে প্রচুর জমি কেনার নথি উদ্ধার করেছেন তদন্তকারীরা। স্ত্রী’র নামেও প্রচুর সম্পত্তি নগদে কেনা হয়েছে বলে ইডি তদন্তে জানতে পেরেছে। গত পাঁচ বছরে কত সম্পত্তি বেড়েছে জীবনকৃষ্ণের, জানতে জীবন-ঘনিষ্ঠদের আয়কর রিটার্নে নজর ইডি-র। জীবনের স্ত্রী ও পিসি মায়া সাহাকেও সম্পত্তির নথি-সহ তলব করা হয়েছে।
