AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Monalisa Das: ১০ ফ্ল্যাটের ‘মালকিন’ মোনালিসাও কি পার্থ ঘনিষ্ঠ? কোমর বেঁধে নামছে ED

Monalisa Das: শুক্রবার রাজ্য জুড়ে তল্লাশি চালিয়েছে ইডি। এরপরই পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় রাশি রাশি টাকা। অর্পিতার পরই সামনে আসে মোনালিসার নাম।

Monalisa Das: ১০ ফ্ল্যাটের 'মালকিন' মোনালিসাও কি পার্থ ঘনিষ্ঠ? কোমর বেঁধে নামছে ED
মোনালিসা দাস
| Edited By: | Updated on: Jul 23, 2022 | 9:34 AM
Share

কলকাতা : শুক্রবার দিনভর ইডির তল্লাশি অভিযান চললেও, সবথেকে বড় চমক আসে সন্ধ্য়ায়। অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধর হওয়ার পরই একগুচ্ছ প্রশ্ন সামনে আসতে শুরু করে। অর্পিতা মুখোপাধ্যায়ের পরিচয় নিয়ে উৎসাহ বাড়ে সাধারণ মানুষের। এরপরই সামনে আসে আরও একটি নাম, মোনালিসা দাস। শান্তিনিকেতনের মোনালিসা দাসকে ঘিরেও উঠছে প্রশ্ন। কে এই মোনালিসা?

বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, মোনালিসাও পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত। মোনালিসার নামে অন্তত ১০ টি ফ্ল্যাটের হদিশ পেয়েছে ইডি। ২০১৪ সালে আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে যোগ দেন তিনি। ওই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তিনি।

সূত্রের খবর, অধ্যাপক হিসেবে মোনালিসার নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল। প্রভাব খাটিয়ে তিনি চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ। আর সেই নিয়োগের পিছনেও নাকি পার্থ চট্টোপাধ্যায়ের বিশেষ ভূমিকা ছিল। বর্তমানে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চোখ রাখলে দেখা যাবে, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবেই রয়েছে মোনালিসা দাসের নাম। ইডি-র নজরে যে মোনালিসা দাস রয়েছেন, তিনিই এই অধ্য়াপিকা বলে জানা যাচ্ছে। মোনালিসা দাসের বাড়ি শান্তিনিকেতনে।

পার্থ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে বর্তমানে তাঁর সম্পর্ক কেমন, তা এখনও স্পষ্ট নয়। তবে, একজন অধ্যাপিকার নামে এতগুলি ফ্ল্যাট কী ভাবে হল? সেই প্রশ্নই সামনে এসেছে।

এ দিকে, অর্পিতার হরিদেবপুররে ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে নগদ ২০ কোটি টাকা। সেই ছবি ইতিমধ্যে প্রকাশ করেছে ইডি। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, অর্পিতা পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। তাঁর ঘর থেকে ২০টি মোবাইল ফোনও উদ্ধার হয়েছে। অর্পিতা বা মোনালিসাদের বিপুল সম্পত্তি কী ভাবে হল, এর পিছনে পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা আছে কি না, থাকলে সেই ভূমিকা কতটা জোরাল, তা খতিয়ে দেখার চেষ্টা করছে ইডি।