Kolkata Metro: ভিড়ে ঠাসা মেট্রো, সন্ধ্যা ৬টাতেই ২ লক্ষ পার

Aritra Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Dec 26, 2023 | 12:02 AM

Metro: বড়দিনে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে মেট্রোর সময়সীমা বাড়িয়েছে কর্তৃপক্ষ। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫৮ মিনিটে। অন্যান্য দিন শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা ২৮ মিনিটে। অন্যদিকে কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১১টা ১০ মিনিটে। অন্যান্য দিন ৯টা ৪০ মিনিটে এই মেট্রো ছাড়ে।

Kolkata Metro: ভিড়ে ঠাসা মেট্রো, সন্ধ্যা ৬টাতেই ২ লক্ষ পার
ভিড়ে ঠাসা মেট্রো, সন্ধ্যা ৬টাতেই ২ লক্ষ পার
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: বছর শেষের উৎসবে মাতোয়ারা রাজ্য। ২৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে গেল সেই উদযাপন। একে বড়দিন, তাতে আবার সপ্তাহের প্রথম দিন। এদিন উপচে পড়া ভিড় বাসে, ট্রামে, ট্রেনে, মেট্রোয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রোয় যাতায়াত করেছেন ২.৯৮,১১৬ লক্ষ মানুষ। গতবারের তুলনায় ১৭,৭৫৩ জন বেশি। গতবার এই সংখ্যা ছিল ২,৮০,৩৬৩।

বড়দিনে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে মেট্রোর সময়সীমা বাড়িয়েছে কর্তৃপক্ষ। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫৮ মিনিটে। অন্যান্য দিন শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা ২৮ মিনিটে। অন্যদিকে কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১১টা ১০ মিনিটে। অন্যান্য দিন ৯টা ৪০ মিনিটে এই মেট্রো ছাড়ে।

মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘আজ সন্ধ্যা ৬টা অবধি সবথেকে বেশি যাত্রী সংখ্যা রেজিস্ট্রার হয়েছে দমদম থেকে। ৩৪,০০৪ জন। সন্ধ্যা ৬টা অবধি পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে ১৪,৬৪৬ জন যাতায়াত করেছেন। এসপ্লানেডে সংখ্যাটা ছিল ২২,৭৯৬।’ মেট্রো রেলওয়ে বিভিন্ন মেট্রো স্টেশনে অতিরিক্ত টিকিট কাউন্টার খুলেছে। নিরাপত্তার কথা ভেবে বাড়ানো হয়েছে রক্ষীও। অতিরিক্ত টোকেনেরও ব্যবস্থা রাখা হয়েছে।

Next Article