TMC: ৫০ লক্ষ চিঠি পৌঁছে গিয়েছে দিল্লি, ধাপে ধাপে রাজধানীর পথে তৃণমূলের নেতা-মন্ত্রীরা
শনিবার রাজধানী এক্সপ্রেস ধরছেন তৃণমূলের শীর্ষস্থানীয় বেশ কয়েক জন নেতা-নেত্রীরা। আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, আমতার বিধায়ক সুকান্ত পাল, উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজি-সহ হাওড়া তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্র রাজধানী এক্সপ্রেসে করে দিল্লি যাচ্ছেন ধর্না কর্মসূচিতে যোগ দিতে। এই ট্রেনেই রওনা দিয়েছেন দেবাংশু ভট্টাচার্যও।
শনিবার থেকেই তৃণমূল নেতারা দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন। কেউ কেউ যাচ্ছেন ট্রেনে, তো কেউ কেউ ধরছেন দিল্লির বিমান। রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা দিল্লির বিমান ধরেছেন। বিমান ধরতে যাওয়ার আগে তাঁর হুঙ্কার, “তৃণমূল কংগ্রেসকে কেউ আটকাতে পারবেন না।” অন্য দিকে শনিবার রাজধানী এক্সপ্রেস ধরছেন তৃণমূলের শীর্ষস্থানীয় বেশ কয়েক জন নেতা-নেত্রীরা। আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, আমতার বিধায়ক সুকান্ত পাল, উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজি-সহ হাওড়া তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্র রাজধানী এক্সপ্রেসে করে দিল্লি যাচ্ছেন ধর্না কর্মসূচিতে যোগ দিতে। এই ট্রেনেই রওনা দিয়েছেন দেবাংশু ভট্টাচার্যও।
রবিবারও তৃণমূলের একগুচ্ছ নেতা বিমানে করে উড়ে যাবেন দিল্লিতে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ শান্তনু সেন দুপুর ২টোয় কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেবেন। কলকাতার মেয়র তথা তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা দুপুর ৩টেয় কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেবেন।