Medical College: ন্যাশনালে মেডিকেল চত্বরে বায়োমেডিক্যাল বর্জ্যের পাহাড়, কর্তৃপক্ষের উদাসীনতায় সংক্রমণ নিয়ে বাড়ছে উদ্বেগ
Medical College: অবস্থার পরিবর্তন হবে কবে? হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই তাঁরা বর্জ্য অপসারণে তৎপর হয়েছেন। কথা বলা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত সংস্থার সঙ্গে।

কলকাতা: সরকারি হাসপাতালে বায়ো মেডিক্যাল বর্জ্য ঘিরে অস্বাস্থ্যকর ছবি। ন্যাশনাল মেডিকেল কলেজ (National Medical College) হাসপাতাল চত্বরেই পড়ে রয়েছে বায়োমেডিক্যাল বর্জ্য (Biomedical Waste)। গত কয়েকদিন ধরেই বর্জ্য নিষ্কাশনে দায়িত্বপ্রাপ্ত সংস্থার গাড়ির দেখা নেই। এদিকে বর্জ্য রাখার ঘর ভরে যাওয়ায় ওয়ার্ড থেকে হাসপাতাল চত্বরেই বর্জ্য রেখে চলে যাচ্ছেন স্বাস্থ্য কর্মীরা। সিরিঞ্জ, গ্লাভস, সূচ, স্যালাইনের বোতল বিপজ্জনকভাবে পড়ে রয়েছে যত্রতত্র। যা থেকে ছড়িয়ে পড়তে পারে মারাত্মক সংক্রমণ। এ ছবি সামনে আসতেই বাড়তে শুরু করেছে উদ্বেগ। চিন্তায় রোগীর পরিজনেরা।
কিন্তু, কেন এই অবস্থা তার সদুত্তর নেই বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মীদের। বল ঠেলছেন উপর মহলের দিকে। এক কর্মী তো ক্যামেরা দেখে আর কথাই বলতে চাইলেন না। শুধু দূর থেকে বললেন, “গাড়ি নিয়ে কেন যাচ্ছে না সেটা সুপার জানে। আমার তো সন্ধ্যায় ডিউটি ছিল। তাই ঠিকমতো জানি না।”
কিন্তু, অবস্থার পরিবর্তন হবে কবে? হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই তাঁরা বর্জ্য অপসারণে তৎপর হয়েছেন। কথা বলা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত সংস্থার সঙ্গে। পাশাপাশি বর্জ্য যাতে বাইরে না ছড়িয়ে পড়ে, সংক্রমণ না ছাড়ায় তা রুখতে ইতিমধ্যেই ওই জায়গায় নিরাপত্তা রক্ষী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানাচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এদিকে শুধুমাত্র পরিবেশ দফতরের নির্দেশিকা বলছে অনুমতি প্রাপ্ত সংস্থারাই এই ধরনের বর্জ্য হাসপাতালগুলি থেকে রিসাইকেল করতে পারে। বর্তমানে রাজ্যে এই ধরনের হাতেগোনা কয়েকটি সংস্থা আছে বলে খবর। তবে বিগত কয়েক বছরে গোটা শহরে সরকারি হাসপাতালে রোগীর ভার যেমন বেড়েছে তেমনই বেসরকারি হাসপাতাল-নার্সিংহোমের সংখ্য়াও অনেকটাই বেড়েছে। সেখানে এই সংস্থাগুলির ক্ষেত্রে কাজের ভার বেড়ে যাওয়াতেই কী এই সমস্যা হচ্ছে? উঠছে সেই প্রশ্নও।

