পিএসি-র চেয়ারম্যান হলেন মুকুল, ‘এটাই ওদের শেষ টার্ম’, তীব্র প্রতিক্রিয়া শুভেন্দুর
West Bengal Assembly: চেয়ারম্যান হিসেবে মুকুল রায়ের নাম ঘোষণা করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আর নাম ঘোষণা হওয়ার পরই ক্ষোভে ফেটে পড়েছে বিজেপি।
কলকাতা: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে মুকুল রায়ের নাম ঘোষণা করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আর নাম ঘোষণা হওয়ার পরই ক্ষোভে ফেটে পড়ল বিজেপি। বিষয়টি নিয়ে যে পদ্মশিবির যে সংঘাতের পথে হাঁটবে তা আগে থেকেই স্পষ্ট করা হয়েছিল। এ বার সেই মতো শাসকদলকে সরাসরি আক্রমণে শান দিয়েছেন দিয়েছেন শুভেন্দু অধিকারী। পিএসি চেয়ারম্যান হিসেবে মুকুলের নাম ঘোষণা হওয়ার পরই সাংবাদিক বৈঠক করে বিরোধী দলনেতা বলেন, “ক্ষমতার বলে পরিষদীয় রীতি-নীতি ভাঙলেন অধ্যক্ষ।” শুভেন্দু আরও জানান, “আমরা বিধানসভার কোনও কমিটিও নিচ্ছি না। তৃণমূল যত পারে ক্ষমতা ভোগ করে নিক। কারণ এটাই ওদের শেষ টার্ম।”
শুভেন্দুর সাফ কথা, “সরকারের যেমন খরচ করার অধিকার রয়েছে, তেমনই বিরোধীদেরও অধিকার রয়েছে সেই খরচের খতিয়ান খতিয়ে দেখার। সেই মতো রাজ্যের খরচ খতিয়ে দেখে বিরোধীরা। কিন্তু এই প্রথম কোনও গণতন্ত্রে বিরোধীদের এমনটা হচ্ছে, যেখানে বিরোধীদের পক্ষ থেকে পিএসির চেয়ারম্যান করা হচ্ছে না।” এর পাশাপাশি পিএসি-র ২০ সদস্যের মধ্যে বিজেপির ৭ সদস্য রয়েছে বলে শুক্রবার উল্লেখ করেছেন অধ্যক্ষ। কিন্তু শুভেন্দু সাফ জানিয়ে দেন, বিজেপির পক্ষ থেকে ৬ সদস্য়ের মনোনয়ন জমা দেওয়া হয়েছিল। সপ্তম ব্যক্তি অর্থাৎ মুকুল রায়ের মনোনয়ন বিজেপির পক্ষ থেকে করা হয়নি।
বিজেপি চেয়েছিল, পিএসি-র চেয়ারম্যান পদে বালুরঘাটের বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ীকে আনতে। সেই মতো তাঁর নামের মনোনয়ন জমা দিলেও সেটা প্রত্যাখ্যান করা হয় বলে এ দিন দাবি করেছেন শুভেন্দু। এর কারণ ব্যাখ্যা করে তিনি নিজেই বলেন, “এই সরকার চায়, খরচ আমরা করব, হিসাবও আমরাই দেখব।” মুকুলকে পিএসি-র চেয়ারম্যান করার জেরে বিধানসভার কোনও কমিটিও বিজেপি নেবে না বলে জানিয়ে দিয়েছে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথায়, “আমরা আগেই বলে রেখেছি, পিএসি-র চেয়ারম্যান পদ না ছাড়া হলে ১০ বা ১২ আমরা কোনও কমিটি নেব না।” সূত্রের খবর, বিধানসভার মোট ৪০ টি কমিটির মধ্যে সর্বাধিক ১০ টি কমিটি বিজেপিকে ছাড়তে রাজি হয়েছিল শাসকদল। কিন্তু পিএসি-র চেয়ারম্যান পদই মুকুল রায় পেয়ে যাওয়ার কারণে আর কোনও কমিটি নিতে নারাজ বিজেপি।
আরও পড়ুন: ওয়ার্মারের তাপে ঝলসে গেল ১০ দিনের নবজাতকের দেহ! চাঞ্চল্যকর অভিযোগ ন্যাশনাল মেডিক্যালে
যে কোনও আইনসভার ক্ষেত্রেই রাজ্য সরকারের আয়-ব্যয় সংক্রান্ত হিসেব-নিকেশের উপর নজর রাখে এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি। সাধারণত বিরোধী দলের কোনও বিধায়কের হাতেই এই কমিটির দায়িত্ব দেওয়া হয় বিধানসভার রীতি অনুযায়ী। কিন্তু এ বছর অধিবেশন শুরুর আগেই বিজেপি ত্যাগী মুকুল রায়ের নাম তৃণমূলের তরফে প্রস্তাব করা হয়। যার স্বপক্ষে যুক্তি দিয়ে শাসকদল দাবি করে, মুকুল তো এখনও খাতায়-কলমে বিজেপিরই বিধায়ক। ‘অসুবিধার কী আছে’, বলতে শোনা যায় খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে।
যদিও মুকুল দলত্য়াগের পর থেকেই তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করতে উদ্যত হন শুভেন্দু অধিকারী। স্পিকারের সঙ্গে দেখা করে কৃষ্ণনগর উত্তরের বিধায়কের বিরুদ্ধে এই আইন প্রণনয় চেয়ে ৬৪ পাতার একটি চিঠিও দেন নন্দীগ্রামের বিধায়ক। স্পিকারের সামনে যে মামলার শুনানি চলতি মাসেই রয়েছে। সেখানে শুভেন্দু হাজির থাকবেন বলে জানান। এরপরও যদি মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ না করা হয়, তবে আদালত মুখো তিনি হবেন বলেও জানিয়ে রেখেছেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন: ‘হাসিনা দি হাড়িভাঙ্গা আম আমি আগে কখনও খাইনি’, শেখ হাসিনাকে চিঠিতে লিখলেন ‘আপ্লুত’ মমতা