AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Municipality Scam: বক্তব্যে অসঙ্গতি! বিপদ বাড়ছে গোপাল সাহা ও অপর্ণা মল্লিকের?

Municipality Scam: ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বেআইনি ভাবে পুরসভায় নিয়োগ সংক্রান্ত মামলার তদন্ত করছে ইডি । নতুন করে ইডি-র স্ক্যানারে রয়েছে ১০ টি পৌরসভা। তার মধ্যে প্রথম দিকেই নাম রয়েছে বরানগর ও কামারহাটি পৌরসভা

Municipality Scam: বক্তব্যে অসঙ্গতি! বিপদ বাড়ছে গোপাল সাহা ও অপর্ণা মল্লিকের?
গোপাল সাহা অপর্ণা মল্লিকImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 06, 2023 | 1:40 PM
Share

কলকাতা: পুরনিয়োগ দুর্নীতিতে সোমবার ইডি দফতরে হাজিরা দিলেন কামারহাটি পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহা। হাজিরা দিয়েছেন বরানগর পৌরসভার চেয়ারপার্সন অর্পণা মল্লিক। সূত্রের খবর, দু’জনকে পৃথক ভাবে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। উল্লেখ্য, গোপাল সাহাকে এর আগেও একাধিকবার পুরনিয়োগ দুর্নীতিতে সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তল্লাশি চলে গোপাল সাহার বাড়িতেও। অর্পণা মল্লিকও আগে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। সূত্রের খবর, পুর নিয়োগ দুর্নীতিতে শেষ কয়েকদিনে নতুন করে চাঞ্চল্যকর তথ্য হাতে উঠে এসেছে তদন্তকারীদের।  তার ভিত্তিতেই নতুন করে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। সূত্রের খবর, এর আগের জিজ্ঞাসাবাদে বেশ কিছু ক্ষেত্রে অসঙ্গতি পেয়েছেন তদন্তকারীরা। তাই সেই ব্যাপারগুলিতে আরও বেশি করে নিশ্চিত হতে চাইছে ইডি। কীভাবে ওই দুই পুরসভায় নিয়োগ হয়েছিল, কত ভ্যাকান্সি ছিল, কত জনকে নিয়োগ করা হয়েছে, সে সব বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।

২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বেআইনি ভাবে পুরসভায় নিয়োগ সংক্রান্ত মামলার তদন্ত করছে ইডি । নতুন করে ইডি-র স্ক্যানারে রয়েছে ১০ টি পৌরসভা। তার মধ্যে প্রথম দিকেই নাম রয়েছে বরানগর ও কামারহাটি পৌরসভা। ইডি তদন্তকারীরাই বলছেন, যে কটি পুরসভার নাম পাওয়া যাচ্ছে, তা বেশিরভাগই উত্তর ২৪ পরগনার। এবং এই পুরসভাগুলিতে জ্যোতিপ্রিয় মল্লিকের ভাল প্রভাব ছিল। একদিকে যখন রেশন দুর্নীতির তদন্ত চলছে জোর কদমে, তখনই সমান্তরালভাবে পৌরসভাগুলিতে নিয়োগের ক্ষেত্রেও যে দুর্নীতি হয়েছে, তার তদন্ত চলছে। গোপাল ও অপর্ণার থেকে ইডি নতুন কী তথ্য হাতে পায়, সেটাই দেখার।