Municipality Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় এবার নজরে মজদুর ইউনিয়নের ভূমিকা

Supriyo Guha | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 09, 2023 | 2:24 PM

Municipality Scam: সূত্রের খবর, ইউনিয়নের তৈরি তালিকা পৌঁছেছে অয়ন শীলের সংস্থার কাছেও। ইউনিয়নের সদস্যদের আত্মীয় এবং ঘনিষ্ঠ মহলের চাকরির জন্য করা হয়েছিল সুপারিশ। চাকরি পাইয়ে দিতে লক্ষ লক্ষ টাকার লেনদেনের তথ্য সিবিআইয়ের হাতে পৌঁছেছে বলেই খবর।

Municipality Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় এবার নজরে  মজদুর ইউনিয়নের ভূমিকা
বুধবারই একসঙ্গে ১৪টি পুরসভায় তল্লাশি চালিয়েছে সিবিআই

Follow Us

কলকাতা: পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই নজরে একাধিক পুরসভার মজদুর ইউনিয়নের ভূমিকা। সিবিআই সূত্রে খবর, কর্মী নিয়োগের ক্ষেত্রে একটা বড় ভূমিকা ছিল মজদুর ইউনিয়ন বা শ্রমিক সংগঠনের। সিবিআই সূত্রে খবর, ইউনিয়নের তরফে তৈরি তালিকা থেকেও একাধিক নিয়োগ হয়েছে। প্রাথমিকভাবে তদন্তে এমনি তথ্য উঠে এসেছে সিবিআই-এর হাতে। নিয়োগ দুর্নীতির তদন্তে ১৪টি পুরসভায় একযোগে অভিযান চালিয়েছে সিবিআই। সূত্রের খবর, ইউনিয়নের তৈরি তালিকা পৌঁছেছে অয়ন শীলের সংস্থার কাছেও। ইউনিয়নের সদস্যদের আত্মীয় এবং ঘনিষ্ঠ মহলের চাকরির জন্য করা হয়েছিল সুপারিশ। চাকরি পাইয়ে দিতে লক্ষ লক্ষ টাকার লেনদেনের তথ্য সিবিআইয়ের হাতে পৌঁছেছে বলেই খবর।

পুর নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের নজরে রয়েছে বেশ কয়েকটি পুরসভার কাউন্সিলর ও চেয়ারম্যান। বুধবার সকালেই দুটি জেলার ১৪ টি পুরসভায় এক যোগে তল্লাশি চালিয়েছেন আধিকারিকরা। বহু নথি সেখান থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সেই নথিও খতিয়ে দেখা হচ্ছে। এরপর সংশ্লিষ্ট পুরকর্তাদের তলব করে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও দ্রুত শুরু হবে বলে জানা গিয়েছে।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অয়ন শীলের গ্রেফতারির পর থেকেই পুরসভায় নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসে। প্রসঙ্গত, ২০১৮-১৯ অর্থবর্ষের আগে কলকাতা পুরসভা ছাড়া রাজ্যের কোন পুরনিগম বা মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অন্তর্গত ছিল না। সেই সময় কলকাতা ছাড়া বাকি পুরসভা গুলিতে কর্মী নিয়োগের দায়িত্ব নিজ নিজ পুরসভার চেয়ারম্যান বা সেই প্রতিষ্ঠান গঠিত কমিটি স্থির করত।

তদন্তকারীদের দাবি, উত্তর ২৪ পরগনার ৬ পুরসভার প্রতি স্তরে নিয়োগে হাজার হাজার চাকরি বিক্রি হয়েছে। পুরসভার গাড়িচালক থেকে টাইপিস্ট সব পদে লক্ষ লক্ষ টাকায় চাকরি বিক্রি হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, দমদম, দক্ষিণ দমদম, উত্তর দমদম, বরানগর, হালিশহর, কামারহাটি পুরসভার নিয়োগেও অনিয়ম হয়েছে। গোটা বিষয়টি এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Next Article