AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nabanna Abhijan: সাঁতরাগাছিতে নবান্ন অভিযানের অস্থায়ী ক্যাম্প তৈরিতে বাধা, পুলিশের সঙ্গে বচসায় শুভেন্দু

Nabanna Abhijan: নবান্ন অভিযানে যাঁরা আসবেন, তাঁদের জন্য জল ও চিকিৎসার ব্যবস্থার জন্য অস্থায়ী ক্যাম্প তৈরি করা হচ্ছিল। সেই সময়েই হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা বাধা দেন বলে অভিযোগ।

Nabanna Abhijan: সাঁতরাগাছিতে নবান্ন অভিযানের অস্থায়ী ক্যাম্প তৈরিতে বাধা, পুলিশের সঙ্গে বচসায় শুভেন্দু
সাঁতরাগাছিতে পুলিশের সঙ্গে বচসায় শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 08, 2025 | 11:39 PM
Share

হাওড়া: নবান্ন অভিযানে সাঁতরাগাছিতে স্বেচ্ছাসেবকদের অস্থায়ী ক্য়াম্প তৈরিতে বাধা দিচ্ছে পুলিশ। অভিযোগ উঠল এমনটাই। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশি বাধা দেওয়ার খবর পেয়ে সেখানে পৌঁছে যান শুভেন্দু। সেখানে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি।

নবান্ন অভিযানে যাঁরা আসবেন, তাঁদের জন্য জল ও চিকিৎসার ব্যবস্থার জন্য অস্থায়ী ক্যাম্প তৈরি করা হচ্ছিল। সেই সময়েই হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা বাধা দেন বলে অভিযোগ। শুভেন্দু বলেন, “গাড়ি থেকে মাল নামাতে দেননি। আর কাকতালীয়ভাবে আমি তখনই সেখান থেকে আসছিলাম। আমি যদি তখন না আসতাম, তাহলে তো ওদের তাড়িয়েই দিত। পুলিশ তো রেলের জায়গায় ঢুকেছে। আমি রেলকে জানিয়েছি। এটা তো সরকার বিরোধী আন্দোলন। এটা তো রাজনৈতিক আন্দোলন নয়। ছাত্রসমাজের ছেলেরাই এবার স্বেচ্ছাসেবকের কাজ করছেন।”

ধর্ষণ-খুনের প্রতিবাদে ৯ অগস্টই  নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নিহত চিকিৎসকের মা-বাবা। দলীয় পতাকা ছেড়ে বিজেপি নেতা-কর্মীদের সেই অভিযানে সামিল হওয়ার ডাক দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে যেহেতু রাজনৈতিক নেতারা থাকবেন, তাই সেই মিছিলে না হাঁটার কথা আগেই জানিয়ে দিয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফন্ট’। শুভেন্দু অধিকারী বলেন, “ওনার (তিলোত্তমার) বাবা-মা হাঁটবেন, আমরা পিছনে থাকব। ওনার বাবা-মা যদি বলেন, বসবেন, আমরাও বসব। ওনার বাবা নেতৃত্ব দেবেন। যিনি যেমন তেমন চাইবেন, তেমনটাই করা হবে।”