Nandini Chakraborty : সামলেছেন রাজ্যের একাধিক দফতরের সচিব দায়িত্ব, এবার রাজ্যপালের প্রধান সচিব হচ্ছেন আইএএস নন্দিনী চক্রবর্তী

Nandini Chakraborty : উল্লেখ্য, নন্দিনী চক্রবর্তী ইতিমধ্যেই রাজ্য সরকারের বিভিন্ন দফতরের সচিব পদের দায়িত্ব সামলেছেন।

Nandini Chakraborty : সামলেছেন রাজ্যের একাধিক দফতরের সচিব দায়িত্ব, এবার রাজ্যপালের প্রধান সচিব হচ্ছেন আইএএস নন্দিনী চক্রবর্তী
রাজ্যপালের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী
Follow Us:
| Edited By: | Updated on: Aug 19, 2022 | 8:01 AM

কলকাতা: বাংলার রাজ্যপাল লা গনেশণের নতুন প্রধান সচিব হচ্ছেন আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তী। কারণ রাজ্যপালের সচিব পদে থাকা সুনীল কুমার গুপ্তা উপ রাষ্ট্রপতির প্রধান সচিব পদে যোগ দিচ্ছেন। উল্লেখ্য, নন্দিনী চক্রবর্তী ইতিমধ্যেই রাজ্য সরকারের বিভিন্ন দফতরের সচিব পদের দায়িত্ব সামলেছেন।

এক্ষেত্রে প্রশাসনিক স্তরের একাংশ মনে করছেন, যাতে নতুন রাজ্যপালের সঙ্গে রাজ্য সুষ্ঠ সমন্বয় বজায় রেখে কাজ করতে পারে, যাতে রাজ্য-রাজ্যপাল সম্পর্ক ভাল থাকে, সে কারণেই রাজ্য় সরকারের এক জন দুঁদে কর্তাকেই এই সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। তাতে নতুন করে রাজ্য রাজ্যপাল সংঘাত তুঙ্গে উঠবে না।

প্রসঙ্গত, জগদীপ ধনখড় রাজ্যপাল থাকাকালীন বাংলার একাধিক ইস্যুতে রাজ্য-রাজ্যপাল সংঘাত বাংলার মানুষের কাছে অত্যন্ত পরিচিত। রাজ্যপালের বিরুদ্ধে সই না করে একাধিক ফাইল আটকে রাখার অভিযোগ তুলেছিল রাজ্য। এদিকে, রাজ্যের আইন শৃঙ্খলা প্রসঙ্গে বারবার মুখ্য়মন্ত্রীকে বিঁধতে দেখা গিয়েছিল রাজ্যপালকে। রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়েও সরব ছিলেন রাজ্যপাল। রাজ্যের তরফে অভিযোগ উঠছিল, রাজ্যপাল মূলত বিরোধী শিবিরের বক্তব্যই পেশ করেন। একটা সময়ে দেখা গিয়েছিল, বিধানসভার অন্দরেও পৌঁছেছিল সেই সংঘাত। প্রকাশ্য সভায় দাঁড়িয়ে রাজ্যপালকে একাধিকবার কটাক্ষ করতেও শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীকে।  এবার সেই বিতর্ক এড়াতে চাইছে রাজ্যও।

নন্দিনী চক্রবর্তী ১৯৯৪ ব্যাচের আইএএস অফিসার। এতদিন রাজ্যের বিভিন্ন দফতরের সচিবের দায়িত্ব সামলানোয় এক্ষেত্রেও বিষয়টা অত্যন্ত মসৃণ হবে বলেই মনে করছে প্রশাসনিক মহল।

ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন জগদীপ ধনখড়। রাজ্যপালের সচিব পদে থাকা সুনীলকুমার গুপ্ত এবার উপরাষ্ট্রপতির সচিব হচ্ছেন।