AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendra Modi Birthday: ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রীর জন্মদিনেই শুরু বিজেপির বিশেষ কর্মসূচি

Narendra Modi Birthday: বিভিন্ন স্তরে বিশিষ্টজনদের সঙ্গে পদ্ম শিবিরের নেতারা দেখা করবেন। কী কী ভাবে দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী, তা নিয়ে আলোচনা হবে।

Narendra Modi Birthday: ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রীর জন্মদিনেই শুরু বিজেপির বিশেষ কর্মসূচি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: PTI
| Edited By: | Updated on: Aug 31, 2025 | 7:01 PM
Share

নয়া দিল্লি: আগামী ১৭ সেপ্টেম্বর ৭৫ বছর পূর্ণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী। সেই উপলক্ষে দেশ জুড়ে বিশেষ কর্মসূচির আয়োজন করেছে পদ্ম শিবির। শিবিরের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘সেবা পাখওয়াড়া অভিযান’। আদতে যা জনসংযোগ কর্মসূচি বলেই জানা যাচ্ছে। সেবার কাজের মধ্যে দিয়েই সেই কর্মসূচি পালন করতে চাইছে পদ্ম শিবির।

দিন কয়েক আগে দিল্লিতে দলের সর্বভারতীয় দফতরে কর্মশালার আয়োজন করেছিল বিজেপি নেতৃত্ব। উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন রাজ্যের বাছাই করা পদাধিকারীরা। আর আগামী ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর জন্মদিনে শুরু হবে জনসংযোগ কর্মসূচি। শেষ হবে আগামী ২৫ ডিসেম্বর। ঘটনাচক্রে, ওইদিন প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। বরাবর ওই দিনেও বিভিন্ন সেবামূলক কর্মসূচি করে থাকে বিজেপির বিভিন্ন স্তরের নেতারা।

কী কী থাকছে কর্মসূচিতে?

নরেন্দ্র ম্যারাথন। প্রথম রাজ্য স্তরে, পরবর্তীতে জেলায় জেলায় হবে সেই ম্যারাথন। প্রাথমিকভাবে স্থির হয়েছে আগামী ২১ সেপ্টেম্বর করা হতে পারে ওই কর্মসূচি। ওইদিনই মহালয়া। বিভিন্ন স্তরে বিশিষ্টজনদের সঙ্গে পদ্ম শিবিরের নেতারা দেখা করবেন। কী কী ভাবে দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী, তা নিয়ে আলোচনা হবে।

এছাড়াও উপকূল এলাকায় স্বচ্ছতা বজায় রাখা অর্থাৎ সাফাই কর্মসূচি হবে। হবে জেলা ভিত্তিক নরেন্দ্র কাপ। সেই সঙ্গে রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, হাসপাতালে রোগী সেবার প্রয়োজনীয় পদক্ষেপও করা হবে। সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে সংযোগ তৈরি করা ও তা বজায় রাখার জন্য একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে বিজেপির তরফে।