Dengue: কলকাতায় ডেঙ্গির বলি, নিউ আলিপুরের তরুণীর মৃত্যু

Souvik Sarkar | Edited By: সায়নী জোয়ারদার

Sep 02, 2023 | 11:57 AM

Behala: বেহালার ১১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন সুস্মিতা। শীতলাতলা রোড হোগল বাড়ি এলাকায় তাঁর বাড়ি। গত ৩১ অগস্ট জ্বর নিয়ে নিউ আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সুস্মিতাকে।

Dengue: কলকাতায় ডেঙ্গির বলি, নিউ আলিপুরের তরুণীর মৃত্যু
ডেঙ্গি উদ্বেগ বাংলায়।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: কলকাতায় আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। শুক্রবার মৃত্যু হয়েছে নিউ আলিপুরের ১১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুস্মিতা দত্ত (৩৫)-এর। মৃত্যুর শংসাপত্রে উল্লেখ রয়েছে ডেঙ্গির। বর্ষা মিটতেই ডেঙ্গি মশার দাপট বেড়েছে কলকাতার বিস্তীর্ণ এলাকায়। কলকাতার পাশাপাশি ডেঙ্গির প্রকোপ দেখা গিয়েছে শহরতলি ও একাধিক জেলাতে।

বেহালার ১১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন সুস্মিতা। শীতলাতলা রোড হোগল বাড়ি এলাকায় তাঁর বাড়ি। গত ৩১ অগস্ট জ্বর নিয়ে নিউ আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সুস্মিতাকে। অবস্থার অবনতি হলে শিশুমঙ্গল হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এরপর সেখান থেকে পরিবারের লোকজন নিয়ে যান এক নার্সিংহোমে।

এরপর সেখানেই ডেঙ্গির নমুনা পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজিটিভ আসে। এরপরই পরিস্থিতি আরও খারাপ হয়। ভেন্টিলেশনে দিতে হয় তাঁকে। শুক্রবার রাত সাড়ে ১০টায় মারা যান তিনি।

Next Article