Covid Bulletin: উত্তর ২৪ পরগনায় বাড়ছে সংক্রমণ! একদিনের মৃত্যুতে কলকাতাকে টেক্কা!

Corona in Bengal: উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণ ৪ হাজার ১৮। মৃত্যু হয়েছে ৮ জনের।

Covid Bulletin: উত্তর ২৪ পরগনায় বাড়ছে সংক্রমণ! একদিনের মৃত্যুতে কলকাতাকে টেক্কা!
রাজ্যের সংক্রমণে উদ্বিগ্ন কেন্দ্র। ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 14, 2022 | 11:41 PM

কলকাতা: দৈনিক মৃত্যু বাড়ল রাজ্যে। গত ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু হয়েছে করোনায়। দৈনিক সংক্রমণ ২২ হাজার ৬৪৫। শুক্রবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে এই তথ্য তুলে ধরা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৮ হাজার ৬৮৭ জন। শতাংশর নিরিখে ৯১.১২। পজিটিভিটি রেট ৩১.১৪ শতাংশ। গত একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৭২ হাজার ৭২৫।

গত একদিনে কলকাতায় সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৮৬৭ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণ ৪ হাজার ১৮। মৃত্যু হয়েছে ৮ জনের। গত ২৪ ঘণ্টায় জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, নদিয়া ও পশ্চিম বর্ধমানে ১ জন করে করোনার বলি হয়েছেন। হাওড়ায় ৩ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম ও হুগলিতে করোনার বলি হয়েছেন ২ জন করে।

কোন জেলায় কত আক্রান্ত এক নজরে…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩০ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৪৬২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৯৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৬ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-০।

COVID Cases in West Bengal

রাজ্যের জেলাওয়াড়ি করোনা পরিস্থিতি একনজরে

কালিম্পং– গতকাল আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ২৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৮ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-১।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ২৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-১।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ২৬৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৩ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ৫৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার-২, শুক্রবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৫৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৯০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬০ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৭০৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১৯ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-১।

বীরভূম– গতকাল আক্রান্ত ৮৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৮৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৯৪ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-২।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ২৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০২ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৪৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ১১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৯ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৫৯০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬৩ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩০০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮১ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৮৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৬৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৬০ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১২৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-১।

হাওড়া– গতকাল আক্রান্ত ১২৮৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৩৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার-৪, শুক্রবার-৩।

হুগলি– গতকাল আক্রান্ত ১৩৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৯৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৪৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার-৪, শুক্রবার-২।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৪৭২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪০১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬৮০ জন। মৃত্যু: বৃহস্পতিবার-৪, শুক্রবার-৮।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ১৩৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৮৮ জন। মৃত্যু: বৃহস্পতিবার-২, শুক্রবার-২।

কলকাতা– গতকাল আক্রান্ত ৬৭৬৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৮৬৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৯৯১ জন। মৃত্যু: বৃহস্পতিবার-৬, শুক্রবার-৭।

আরও পড়ুন: Corona Virus : বাড়ছে সংক্রমণ, উপসর্গহীন কোভিড রোগীদের নিভৃতবাসের নয়া নির্দেশিকা কেন্দ্রের