কলকাতা: করোনা (COVID-19) সংক্রমণে রাজ্যে দৈনিক মৃত্যু ১০০ ছুঁই ছুঁই। শুক্রবার নবান্নের তরফে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে, সেখানে উল্লেখ রয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৬ জনের। একদিনে আক্রান্ত ১৭ হাজার ৪১১ জন। দৈনিক মৃত্যু ও দৈনিক আক্রান্তের নিরিখে এখনও অবধি এটাই রেকর্ড।
এদিনই নবান্নের তরফে ‘আংশিক লকডাউন’ ঘোষণা করা হয়েছে রাজ্যে। এখনও নির্দিষ্ট কোনও অঞ্চলে যাতায়াতে ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ না করা হলেও, রোজকার জীবনযাত্রায় বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে নবান্ন। জিম, সুইমিংপুল, মল, শপিং কমপ্লেক্স, বিউটি পার্লার, সিনেমা হল, স্পোর্টস কমপ্লেক্স, স্পা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কোনওরকম সামাজিক জমায়েতেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। বাজার হাট খোলা থাকলেও নির্দিষ্ট সময়ে। অর্থাৎ সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত। আবার বেলা ৩টে থেকে ৫টা পর্যন্ত। কঠোর না হলে করোনার লাগাম ছাড়া সংক্রমণ যে কোনওভাবেই রোখা যাবে না, তা মানছেন চিকিৎসকরা।
এরইমধ্যে শুক্রবারের বুলেটিন আরও খানিক উদ্বেগ বাড়াল। এই নিয়ে এখনও অবধি রাজ্যে করোনা আক্রান্ত হলেন ৮,২৮,৩৬৬ জন। মৃত্যু হল ১১,৩৪৪ জনের। গত ২৪ ঘণ্টার সংক্রমণে কলকাতাকে ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা। কলকাতায় সংক্রমণ ৩ হাজার ৯২৪। উত্তর ২৪ পরগনায় সংখ্যাটা ৩ হাজার ৯৩২। এরপরই আছে দক্ষিণ ২৪ পরগনা। যেখানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৯৭৩ জন। হাওড়া ও হুগলিতে সংখ্যাটা যথাক্রমে ৯২২ ও ৮৮২। পশ্চিম বর্ধমানের ছবিটাও ভাল নয়। সেখানে একদিনে সংক্রমিত ৮৭৬ জন।