নিউটাউন: দৃশ্যত ভদ্র চেহারা। সবসময়ই ভদ্র পোশাকে থাকেন। মৃদু স্বভাবের সেই ব্যক্তিকে অনুগামীরা স্যর বলেই ডাকেন! তিনি পরিচিতও সেভাবে। আদতে তার পরিচয় আলাদাই। তিনি রাজারহাটের কুখ্যাত জমি মাফিয়া। দীর্ঘদিন ধরেই পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল। অবশেষে এক স্কুলের করা অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। রাজারহাটের কুখ্যাত জমি মাফিয়া নিজামউদ্দিন মোল্লাকে বসিনা থেকে গ্রেফতার করল রাজারহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, রাজারহাট থানা এলাকায় স্কুলের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বেশ কয়েকদিন ধরে ওই স্কুলের চারপাশের দেওয়াল দেওয়ার কাজ করছিলেন স্কুল কর্তৃপক্ষ। সেই সময় নিজাম উদ্দিন মোল্লা সদলবলে গিয়ে কাজ বন্ধ করে দেন। অভিযোগ, স্কুলের কাছেই তিনি দাবি করতে থাকেন ওই জমিটি তাঁর। স্কুল কর্তৃপক্ষ তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করে জমির বৈধ কাগজপত্র দেখায়। কিন্তু অভিযোগ, সেটাও তিনি মানতে রাজি হয়নি। তাঁর কাছেও জমির বৈধ কাগজ আছে বলে তিনি দাবি করেন এবং হুমকি দিতে থাকেন এক কোটি টাকা দিলে তবেই ওই জমিতে কাজ করতে দেবেন।
এরপরেই রাজারহাট থানার একটি লিখিত অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে। সেই ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার রাতে রাজারহাট থানার পুলিশ কুখ্যাত জমি মাফিয়া নিজামউদ্দিন মোল্লাকে বসিনা তাঁর অফিস থেকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে জমির জাল নথিপত্র। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, জাল নথি তৈরি করা, হুমকি, প্রতারণা-সহ একাধিক ধারায় বাংলার অজু করা হয়েছে। ধৃতকে বুধবার বারাসত আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্র মারফত খবর। পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে এর আগেও জাল দলিল তৈরি করে একাধিক জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। নিজামউদ্দিনের সঙ্গে গ্রেফতার করা হয়েছে তাঁর এক সহযোগীকেও।