AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nimtala Ghat: এবার বিপদের মুখে কলকাতা! গঙ্গা ‘গিলে খেল’ নিমতলা ঘাটের একাংশ, বাগবাজারকে নিয়েও বাড়ছে উদ্বেগ

Nimtala Ghat: জানা গিয়েছে, শুক্রবার রাত্রিবেলা গঙ্গার স্রোতে ভেসে গিয়েছে নিমতলা ঘাটের একাংশ। ফলত, গঙ্গার গ্রাসে তলিয়ে যাওয়ার আতঙ্ক বাড়ছে নিমতলা-বাগবাজার সহ একাধিক এলাকায়। শুধু তাই নয়, এমনকী নিমতলা ঘাটে রবিঠাকুরের সমাধিক্ষেত্র ঘিরে বাড়ছে উদ্বেগ।

Nimtala Ghat: এবার বিপদের মুখে কলকাতা! গঙ্গা 'গিলে খেল' নিমতলা ঘাটের একাংশ, বাগবাজারকে নিয়েও বাড়ছে উদ্বেগ
নিমতলা ঘাটের চিত্রImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 02, 2024 | 6:44 PM
Share

কলকাতা: কখনও মালদহ, কখনও মুর্শিদাবাদ কখনও নদী ভাঙনের খবর আকছাড় উঠে আসে। এবার আর জেলা নয়। খাস কলকাতা। গঙ্গার ‘নজর’ যেন এবার পড়েছে এ শহরের উপর। গঙ্গার ভাঙনে তলিয়ে গেল নিমতলা ঘাটের একাংশ। প্রকাশ্যে এসেছে সেই ভিডিয়ো। কার্যত আতঙ্কে এলাকাবাসী।

 

জানা গিয়েছে, শুক্রবার রাত্রিবেলা গঙ্গার স্রোতে ভেসে গিয়েছে নিমতলা ঘাটের একাংশ। ফলত, গঙ্গার গ্রাসে তলিয়ে যাওয়ার আতঙ্ক বাড়ছে নিমতলা-বাগবাজার সহ একাধিক এলাকায়। শুধু তাই নয়, এমনকী নিমতলা ঘাটে রবিঠাকুরের সমাধিক্ষেত্র ঘিরে বাড়ছে উদ্বেগ। সেটিও কার্যত বিপদসীমার মধ্যে। হাওড়ার দিকে প্রবল পলি জমায় বদল হয়েছে স্রোতের গতিপথ। দাবি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। গঙ্গার স্রোত এসে বারবার ধাক্কা দিচ্ছে কলকাতার দিকের পাড়গুলিতে। আর এর জেরে পাড় ভাঙয় বাড়ছে বিপদ। চিন্তায় প্রশাসন।

পুরমন্ত্রী ফিরাহাদ বলেন, “এটা খুব চিন্তার বিষয়। কারণ কলকাতার একটা অংশ ভাঙনের দিকে আসছে। ওই জায়গাটা পোর্ট ট্রাস্টের আওতায়। এমনকী ওদের একটা আলাদা বিভাগ রয়েছে যাঁরা এই সকল গঙ্গার ভাঙনের বিষয় দেখে থাকে। আমি ওদের সঙ্গে কথা বলেছি। দ্রুত বিশেষজ্ঞদের কাজে লাগিয়ে কীভাবে রোধ করা যায় তা দেখতে হবে। আমার ব্য়ক্তিগত ভাবে যেটা মনে হয়েছে, যেহেতু ওইদিকে (হাওড়া) পলি জমে যাচ্ছে, তার জন্য গঙ্গা এসে এ দিকে গ্রাস করছে।”