Nusrat Jahan: ‘কে কী বলছে কিছু আসে যায় না’, সন্দেশখালির আবহে নুসরতের ‘সন্দেশ’…

Aritra Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Feb 25, 2024 | 11:14 PM

Nusrat Jahan: নুসরত একটি পোস্ট করেন। লেখেন, 'এই ধরনের অভিযোগ হৃদয় বিদারক। একজন নারী হিসাবে, একজন জনপ্রতিনিধি হিসাবে আমি সবসময় আমার দলের কথা মেনে মানুষের পাশে থেকেছি। সন্দেশখালি নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই যা সহযোগিতা করার, যা পদক্ষেপ করার করেছেন। আমি আমার কেন্দ্রের মানুষের জন্য যা করার সবটা করেছি।'

Nusrat Jahan: কে কী বলছে কিছু আসে যায় না, সন্দেশখালির আবহে নুসরতের সন্দেশ...
নুসরত জাহান এই পোস্টটিই করেছেন।
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: সন্দেশখালির এমন অগ্নিগর্ভ পরিস্থিতি। সেখানকার মানুষের অভিযোগ, ভোট দিয়ে যাঁকে জনপ্রতিনিধি নির্বাচিত করলেন, একদিনও তিনি গিয়ে দাঁড়াননি এলাকায়। বসিরহাটের সাংসদ নুসরত জাহানের ভূমিকা নিয়ে সন্দেশখালির মানুষ থেকে বিরোধী রাজনীতিকরা, সকলেই সরব। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের তারকা-সাংসদের। নুসরত লিখলেন, ‘রাজনীতি করা বন্ধ করুন।’

মহিলা নিগ্রহের অভিযোগ থেকে জমি দখল, একের পর এক অভিযোগে তপ্ত সন্দেশখালি। সাংসদের এলাকায় না যাওয়া নিয়েও রয়েছে ক্ষোভ। এক্স হ্যান্ডেলে রবিবার নুসরত একটি পোস্ট করেন। লেখেন, ‘এই ধরনের অভিযোগ হৃদয় বিদারক। একজন নারী হিসাবে, একজন জনপ্রতিনিধি হিসাবে আমি সবসময় আমার দলের কথা মেনে মানুষের পাশে থেকেছি। সন্দেশখালি নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই যা সহযোগিতা করার, যা পদক্ষেপ করার করেছেন। আমি আমার কেন্দ্রের মানুষের জন্য যা করার সবটা করেছি।’

নুসরত লেখেন, আনন্দের দিনে পাশে থেকেছেন, কঠিন সময়েও সঙ্গ ছাড়েননি। সাংসদের কথায়, রাজ্য সরকার ও প্রশাসনের উপর ভরসা রাখা উচিৎ বলেই তিনি মনে করেন। মানুষের নিরাপত্তা ও সাহায্য করাই তাঁদের প্রধান কাজ। নুসরতের কথায়, ‘বাকি কে কার সম্পর্কে কী বলছে কিছু আসে যায় না। আগের মতোই আবারও বলব রাজনীতির রং লাগানো বন্ধ করুন।’

Next Article