কলকাতা: আরজি কর ইস্যুতে তোলপাড় গোটা রাজ্য। এবার কন্যাশ্রী দিবসেও সেই ক্ষোভ উগরে দিলেন স্কুল পড়ুয়ারা। নিরাপত্তাহীনতায় ভুগছেন রাজ্যের কন্যারা। রাজ্যের কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে বিভিন্ন প্রান্ত থেকে ধনধান্যে স্টেডিয়ামে এসেছিলেন স্কুল ছাত্রীরা। সেখানেই আরজি কর কাণ্ড নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করতে দেখা গেল তাঁদের। তাঁদের বক্তব্য, রাজ্যের কন্যাশ্রীদের জন্য এত এত আয়োজন, কিন্তু তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত হয়েছে কী? সোজা কথায়, নিরাপত্তাহীনতার কথা তুলছেন রাজ্যের কন্যারাই। তা নিয়েই রাজনৈতিক মহলে চলছে চাপানউতোর।
এক স্কুল ছাত্রীর কথায়, “প্রশাসনের গোটা ঘটনা খুবই গুরুত্ব দিয়ে দেখা উচিত। এখানে কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান হচ্ছে আবার রাজ্যে এরকম একটা ঘটে যাচ্ছে। কোনওটাই মানে যায় না। মা-বাবারাও চিন্তায় রয়েছেন।” আর এক ছাত্রী বলছে, “সমাজে একজন ডাক্তার সেফ নেই। এটা কী করে সম্ভব? আবার এই ঘটনা ঘটেছে আরজি করের মতো জায়গায়।”
একই সুর আরও এক ছাত্রীর গলাতেও। ক্ষোভের সঙ্গেই বলতে শোনা গেল, “আমরা কোনও জায়গাতেই সেফ নই আমরা। কাজের জায়গাতেও নিরাপদ নই।” নারী ক্ষমতায়নের কথা বলা হচ্ছে বারবার, কিন্তু নিরাপত্তা দিতে ব্যর্থ কেন প্রশাসন? সেই প্রশ্নও তুলছেন ছাত্রীরা। একজনের কথায়, ”নারী ক্ষমতায়ন নিয়ে বলা হচ্ছে আর এদিকে মেয়েদের সঙ্গে এসব হয়ে যাচ্ছে! এটা কী করে সম্ভব? হচ্ছে কী করে এগুলো?”