কলকাতা: ফুটপাথবাসী বাবা-মায়ের সামনে থেকে দু’বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ। কলকাতার বড়তলা থানার অন্তর্গত বিডন স্ট্রিটের ঘটনায় আরও একবার প্রশ্নের মুখে পড়ে এ শহরের নারী নিরাপত্তা। এবার সেই ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল জাতীয় মানবাধিকার কমিশন। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে NHRC (ন্যাশানাল হিউম্যান রাইট কমিশন অফ ইন্ডিয়া)তরফে। রিপোর্ট পাঠাতে বলা হল ডিজি ও সিএস-কে।
জাতীয় মানবাধিকার কমিশনের তরফে বলা হয়েছে, এই ঘটনা সত্যি হলে আইনশৃঙ্খলা অবনতি হয়েছে। সমাজ বিরোধীরা নির্ভয়ে অসামাজিক কাজ করে ঘুরে বেড়াচ্ছে। এরপরই মুখ্য সচিব ও ডিজিকে বিস্তারিত রিপোর্ট পাঠাতে বলা হয়েছে মানবাধিকার কমিশনের তরফে। দু’সপ্তাহের মধ্যে সেই রিপোর্ট দিতে হবে ডিজিকে। জানাতে হবে এই নিয়ে মামলা হয়েছে কি না। শিশুটির শারীরিক অবস্থা কী,পরিবারকে কী কী সাহায্য করা হয়েছে সেটা জানাতে হবে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মধ্যরাতে ফুটপাথবাসী মা-বাবার সঙ্গে ঘুমিয়েছিল ওই শিশুটি। অভিযোগ, তাঁদের সামনে থেকেই তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। ঘটনায় বড়তলা থানায় অভিযোগ দায়ের হয়। শিশুর গোপনাঙ্গে মেলে ক্ষতচিহ্নও। সেই ঘটনাতেই এবার তৎপর মানবাধিকার কমিশন।