কলকাতা: ডাক্তাররা যখন আন্দোলনে বসেছিলেন সেই সময় তাঁদের অন্যতম মূল দাবি ছিল আর একটিও যেন তিলোত্তমার ঘটনা না ঘটে। সেই দাবি কতটা যুক্তিযুক্ত ছিল তা আরও একবার প্রমাণ করল এই ঘটনা। যে আরজি করে তিলোত্তমাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠছিল, সেই হাসপাতালের পিকুতে ভর্তি সাত মাসের এক শিশু। তাকে যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উঠছে।
ঘটনাটি ঘটেছে বড়তলা থানার অন্তর্গত বিডন স্ট্রিটে। শিশুর পরিবারের অভিযোগ, শুক্রবার মধ্যরাতে ফুটপাথবাসী মা-বাবার কাছে ঘুমোচ্ছিল সে। তাঁদের কাছ থেকেই তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। শিশুর গোপনাঙ্গে রয়েছে ক্ষতচিহ্ন। বর্তমানে স্থিতিশীল অবস্থায় আরজি করে পিকুতে চিকিৎসাধীন দুধের শিশুটি। তার চিকিৎসার জন্য বসানো হয়েছে মেডিক্যাল বোর্ড। ঘটনার তদন্তে নেমেছে বড়তলা থানার পুলিশ।
আরজি কর মেডিক্যাল কলেজের অ্যাডিশনাল মেডিক্যাল সুপার দ্বৈপায়ন বিশ্বাস বলেন, “আমি এখনও পর্যন্ত যা জানতে পেরেছি তাতে শিশুটি পেডিয়াট্রিক আইসিইউ-তে ভর্তি রয়েছে। রক্তক্ষরণ হচ্ছে না। বাচ্চাটাকে খেতে দেওয়া হয়েছে। আজ সকালে মেডিক্যাল বোর্ড তৈরি হয়েছে। তারাই ঠিক করবেন পরবর্তী চিকিৎসা কী হবে। আমি শুনেছি যখন শিশুটিকে আনা হয়েছিল সেই সময় গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছিল।”