শেষ মুহূর্তে স্থগিত মমতার অক্সফোর্ড বক্তৃতা

সায়নী জোয়ারদার | Edited By: সোমনাথ মিত্র

Dec 02, 2020 | 5:21 PM

বুধবারই দুপুরেই ভার্চুয়ালি এই বিতর্কসভা হওয়ার কথা ছিল।

শেষ মুহূর্তে স্থগিত মমতার অক্সফোর্ড বক্তৃতা

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: অক্সফোর্ডে বিতর্কসভায় বক্তব্য রাখার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার দুপুরেই ছিল এই অনুষ্ঠানের সূচি। কিন্তু শেষ মুহূর্তে সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। বুধবার টুইট করে এমনটাই জানাল স্বরাষ্ট্র দফতর। এদিন দুপুরেই ভার্চুয়ালি এই বিতর্কসভা হওয়ার কথা ছিল। হঠাৎই জানানো হয় অনুষ্ঠানটি হচ্ছে না।

সূত্রের খবর, গত জুলাই মাসে অক্সফোর্ড ইউনিভার্সিটির তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। কিন্তু করোনা আবহে সেখানে গিয়ে এই অনুষ্ঠানে অংশ নেওয়া সম্ভব নয় বলে ভার্চুয়ালি তা হবে বলে ঠিক হয়। সেইমতো সব ব্যবস্থাও করা হয়েছিল। এই বিতর্ক অনুষ্ঠানের জন্য অনলাইনে প্রশ্ন-গ্রহণ পর্ব চলে। প্রায় ৬০০টি প্রশ্ন জমা পড়ে বলে সূত্রের খবর। সেখান থেকেই বেছে নেওয়া প্রশ্ন তুলে ধরা হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে। দুপুর আড়াইটে ছিল অনুষ্ঠানের সময়।

কিন্তু স্বরাষ্ট্র দফতরের তরফে দু’টো নাগাদ টুইট করে জানানো হয়, অনিবার্য কারণে এদিনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আয়োজকরা একেবারে শেষ মুহূর্তে এই সূচি পরিবর্তনের কথা জানিয়েছে। অন্যদিকে অক্সফোর্ডের তরফে ইমেল করে জানানো হয়েছে, “এটি অত্য়ন্ত দুর্ভাগ্যজনক। আমাদের মতো গোটা বিশ্ব এই অনুষ্ঠান নিয়ে আগ্রহী ছিল। আমাদের দর্শকরা ইতিমধ্যেই বহু প্রশ্ন পাঠিয়েছেন। প্রশ্ন বাছাই করা রীতিমতো কঠিন হয়ে পড়েছিল। তবে কখনও কখনও পরিস্থিতির উপরে নিয়ন্ত্রণ থাকে না। আমরা সত্যিই ক্ষমাপ্রার্থী।”

Next Article