Partha Chatterjee: হাইকোর্টের দ্বারস্থ পার্থ, মানিকের স্ত্রী জামিন পাওয়ার পর বাড়ছে আশা!
Partha Chatterjee: সম্প্রতি সেই দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন মানিক ভট্টাচার্যের স্ত্রী। এই মামলায় এটাই প্রথম জামিন। সূত্রের খবর, শতরূপা ভট্টাচার্যের জামিনের পর থেকেই আশা দেখতে শুরু করেছেন অভিযুক্তরা।
কলকাতা: গত বছরের ২৩ জুলাই গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তারপর অসুস্থতার যুক্তিতেও কোনও লাভ হয়নি। এক বছরেরও বেশি সময় গারদেই কাটিয়ে ফেলেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। বহর বেড়েছে মামলার। জামিনের আশা ক্রমশই ক্ষীণ হয়েছে। নিম্ন আদালতে কয়েক বার জামিনের কথা বলেছেন, কিন্তু ধোপে টেকেনি কোনও যুক্তিই। সিবিআই ও ইডি-র মামলায় প্রেসিডেন্সি জেলই ঠিকানা হয়েছে পার্থর। এবার তিনি জামিনের আর্জি জানালেন কলকাতা হাইকোর্টে। তাঁর বিরুদ্ধে তো কোনও প্রমাণই নেই! এই যুক্তিতেই জামিন চাইছেন তিনি।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আবেদন জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর দাবি, নিয়োগ-দুর্নীতি নিয়ে যে সব অভিযোগ সামনে আসছে, তার কোনওটিতেই তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। এছাড়া যে বিপুল নগদ টাকা উদ্ধারের পর তাঁকে গ্রেফতার করা হয়েছিল, সেটাও তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়নি বলে উল্লেখ করেছেন পার্থ। আগামী ৯ অক্টোবর শুনানি আছে এই মামলার।
নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর পর গ্রেফতার হয়েছেন অনেকেই। ধরা পড়েছেন মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহার মতো বিধায়কেরাও। তবে সম্প্রতি সেই দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন মানিক ভট্টাচার্যের স্ত্রী। এই মামলায় এটাই প্রথম জামিন। সূত্রের খবর, শতরূপা ভট্টাচার্যের জামিনের পর থেকেই আশা দেখতে শুরু করেছেন অভিযুক্তরা। আইনজীবী মহলে শোনা যাচ্ছে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জামিন দেওয়ার পর থেকে অনেকেই তাঁর এজলাসে আবেদন করছেন বা করতে চলেছেন। মানিকের পুত্রও জামিনের আবেদন জানিয়েছেন ইতিমধ্যেই।
উল্লেখ্য, গ্রেফতার হওয়ার পর থেকে পার্থ বারবার একটাই কথা বলেছেন অভিযোগের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক ছিল না। এসএসসি বা পর্ষদ ছিল স্বাশাসিত, তাই মন্ত্রী হিসেবে এ সব ক্ষেত্রে তাঁর কোনও ভূমিকা ছিল না। পাশাপাশি, শারীরিক অসুস্থতার কথাও তিনি বারবার বলেছেন আদালতে। তিনি নিজে কোর্টে সওয়াল করতে গিয়ে কার্যত হতাশ গলায় বলেছিলেন, ‘মরে গেলে আর কিসের বিচার?’ আপাতত ৯ অক্টোবরের অপেক্ষায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী।