Partha Chatterjee: জামাই জবানবন্দি দেওয়ার তিনদিন পর অক্সিজেন সাপোর্টে পার্থ, আজও শেষ হল না শুনানি
Partha Chatterjee: নিয়োগ দুর্নীতি মামলায় ২০২৩ সাল থেকে জেলে আছেন পার্থ চট্টোপাধ্য়ায়। সেই মামলাতেই রাজসাক্ষী হয়েছেন তাঁরই জামাই কল্যাণময়।

কলকাতা: গত মঙ্গলবার রাজসাক্ষী হিসেবে আদালতে বয়ান দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্য়াণময়। আর এবার শারীরিক অবস্থার অবনতি হল পার্থর। বৃহস্পতিবার থেকে অক্সিজেন সাপোর্টে রয়েছেন তিনি। শুক্রবার আদালতে এ কথা জানালেন তাঁর আইনজীবী। এদিনও শেষ হল না তাঁর জামিন মামলার শুনানি।
২০২৩ সাল থেকে প্রেসিডেন্সি জেলে রয়েছেন তিনি। বর্তমানে অসুস্থ অবস্থায় জেল হাসপাতালে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এদিকে, আজ শুক্রবার ছিল পার্থর জামিনের আবেদনের শুনানি। আজও শেষ হল না সেই শুনানি।
এদিন পার্থর জামিনের আবেদনের শুনানিতে প্রাক্তন মন্ত্রীর অসুস্থতার কথা আদালতের সামনে উল্লেখ করে পার্থর আইনজীবী। তিনি বলেন, “বৃহস্পতিবার থেকে জেল হাসপাতালে অক্সিজেন সাপোর্টে রয়েছেন আমার মক্কেল।” গত কয়েকদিন ধরেই চিকিৎসাধীন রয়েছেন পার্থ।
পার্থর জামাই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডি-র মামলায় রাজসাক্ষী হয়েছেন। আর পার্থ জামিনের আবেদন করেছেন সিবিআই-এর করা মামলায়। শুক্রবার সেই জামিনের আবেদনের আংশিক শুনানি হয়েছে। পার্থর আইনজীবী সওয়াল করেন এদিন। পরের দিন সিবিআই আইনজীবীর সওয়ালের বিরোধিতা করে জানিয়ে সওয়াল করবে। ওইদিন তদন্তকারী অফিসারকে গোটা মামলার কেস ডায়েরি নিয়ে শুনানিতে হাজির হতে হবে বলে নির্দেশ আদালতের।
উল্লেখ্য, গত মঙ্গলবার কলকাতার নগর দায়রা আদালতের ২০ নম্বর জুডিশিয়াল ম্যাজেস্ট্রেটের এজলাসে গোপন জবানবন্দি দেন কল্যাণময়। তবে সূত্রের খবর, আদালতে নতুন ও সঠিক তথ্য না দিলে বিপদ বাড়বে কল্যাণময় ভট্টাচার্যের। রাজসাক্ষী হওয়ায় ইতিমধ্যেই ইডি-র মামলা থেকে অভিযুক্ত হিসেবে কল্যাণময়ের নাম সরিয়ে দেওয়া হয়েছে।





