Partha Chatterjee: ‘চোর চোর’-এর মাঝে অনেকদিন পর আদালত চত্বরে শুনলেন ‘পার্থ দা জিন্দাবাদ’

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 30, 2023 | 3:18 PM

Partha Chatterjee: এর আগে পার্থ চট্টোপাধ্যায় আদালত কক্ষের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছেন, পঞ্চায়েত নির্বাচনে ভাল ফলই করবে তৃণমূল।

Partha Chatterjee: ‘চোর চোর’-এর মাঝে অনেকদিন পর আদালত চত্বরে শুনলেন পার্থ দা জিন্দাবাদ
পার্থ চট্টোপাধ্যায় (ফাইল ছবি)

Follow Us

কলকাতা: মাঝের কয়েকটা দিনের ব্যবধান। ২৩ মার্চের পর ৩০ মার্চ। অনেকটাই বদলে গেল পরিস্থিতি। আদালতে পেশের সময়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দেখে ‘চোর চোর’ স্লোগান দিয়েছিলেন অনেকে। তবে বৃহস্পতিবার আদালতে পেশের সময়ে আর ‘চোর’ স্লোগান নয়। আদালত চত্বরের বাইরে উঠল ‘পার্থ চট্টোপাধ্যায় জিন্দাবাদ’ স্লোগান। সাত দিনের জেল হেফাজত শেষে বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়কে ফের আলিপুর আদালতে পেশ করা হয়। তাঁর সঙ্গে পেশ করা হয় সুবীরেশ ভট্টাচার্য-১৪ জনকে আলিপুর আদালতে পেশ করা হয়।

সেসময় দেখা যায়, পার্থের অনুগামী কয়েকজনকে আদালতের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাঁদের অবশ্য আলাদা করে কোনও রাজনৈতিক দলের কর্মী হিসাবে চিহ্নিত করা যায়নি। কেবল পার্থ চট্টোপাধ্যায়কে দেখে তাঁরা বলেন, ” পার্থ চট্টোপাধ্যায় জিন্দাবাদ।” পার্থ অবশ্য এদিন সব শুনে নিশ্চুপই থেকেছেন। এর আগে পার্থ চট্টোপাধ্যায় আদালত কক্ষের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছেন, পঞ্চায়েত নির্বাচনে ভাল ফলই করবে তৃণমূল। রাজনৈতিক বিশ্লেষকদের কথায়, পার্থ চট্টোপাধ্যায় এটাই বোঝাতে চেয়েছিলেন, তিনি আজও তৃণমূলীই। দলের হয়েই সওয়াল করছেন। গত সপ্তাহে শুনানির সময়ে কাকতালীয়ভাবে আরও একটি ঘটনা ঘটে। কুণাল ঘোষের টুইট করা বক্তব্যের প্রতিফলন লক্ষ্য করা যায় পার্থ চট্টোপাধ্যায়ের কথাতে। তিনি দাবি করেছিলেন, “সুজন চক্রবর্তী, দিলীপ বাবু, শুভেন্দু বাবুরা বড় বড় কথা বলছেন। তাঁরা নিজেদের দিকে দেখুন। উত্তরবঙ্গে তাঁরা কী করেছেন। ২০০৯-১০-এর ক্যাগ রিপোর্ট দেখুন। সমস্ত জায়গায় তদ্বির করেছেন। আমি তাঁদের বলেছি করতে পারব না। আমি নিয়োগ কর্তা নই। এ ব্যাপারে সাহায্য তো দূরের কথা, কোনও বেআইনি কাজ করতে পারব না।” তাঁর বক্তব্যের ঠিক ২০ মিনিট আগেই এই নামগুলি উল্লেখ করে টুইট করেছিলেন কুণাল।

এরপরই আবার পার্থকে দেখে আদালত চত্বরে জিন্দাবাদ স্লোগান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তবে কি পঞ্চায়েত নির্বাচনের আগে সমীকরণ বদলাতে শুরু করছে? যদিও তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন, ‘বেনিফিট অফ ডাউটের’ ভিত্তিতেই পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে বহিষ্কৃত করেছেন তাঁরা। দল এই বিষয়ে ভীষণই কড়া। তবে হঠাৎ করেই পার্থকে আদালতে পেশের গত দু’দিনের আবহ ও ‘জিন্দাবাদ’ স্লোগানের তাৎপর্য রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Next Article