কলকাতা: করোনা (COVID-19) সংক্রমণ রুখতে ‘আংশিক লকডাউন’-এর পথে রাজ্য। শনিবার থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেস্তোরাঁ, বার, জিম, সুইমিং পুল, বিউটি পার্লার। বাজার হাটও খোলা হবে নির্দিষ্ট সময়ে। সকালে তিন ঘণ্টা। দুপুরের পর আরও দু’ঘণ্টা। এদিন সকাল থেকে বিভিন্ন বাজারে মানুষের ভিড়। মাস্ক থাকলেও স্বাস্থ্যবিধি শিকেয় তুলেই চলছে কেনাকাটা।
আপাতত বাজার খোলা থাকবে সকালে ৭টা থেকে ১০টা পর্যন্ত। দুপুর ৩টে থেকে ফের বিকেল ৫টা পর্যন্ত। এদিন সকাল থেকেই কলকাতার বিভিন্ন বাজারে মানুষের ভিড়। মুখে মাস্ক থাকলেও রক্ষা হচ্ছে না দূরত্ব বিধি। তাড়াতাড়ি বাজার করার তাগিদে ভিড় জমে যাচ্ছে দোকানে।
কলকাতা পুলিশের তরফ থেকে বাজারগুলিতে মাইকিং করে করোনা বিধি মানার কথা বলা হচ্ছে ঠিকই। কিন্তু ক্রেতা-বিক্রেতাদের একাংশ বলছেন, এত কম সময়ে বাজার। মানুষ তো হুড়োহুড়ি করবেনই। তবে ক্রেতা কিংবা বিক্রেতা, কারও মুখের মাস্ক একটু নেমে গেলেই নজরে আসছে পুলিশের কড়া শাসন।
ক্রেতাদের দাবি, ভিড় এড়াতে তাড়াতাড়ি বাজার করে ফেলতে চাইছেন তাঁরা। আর বিক্রেতারা বলছেন, বাজারের সময়টা আরেকটু একটু বাড়িয়ে দিলে ভাল হত। এত ভিড় হত না। কেউ কেউ বলছেন, দু’বেলা না খুলে একবেলাতেই বাজার হাটের সময়টা আরও খানিকটা বাড়িয়ে দিলেই মানুষের সুবিধা হত।