কলকাতা: পাঁচ রাজ্যে নির্বাচনের পর থেকেই পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে। কলকাতায় (Kolkata) পেট্রোলের দাম ২৩ পয়সা এবং ডিজেলের দাম ২৭ পয়সা বেড়েছে। এখন লিটারপ্রতি পেট্রোলের দাম ৯২ টাকা ৬৭ পয়সা হল। লিটারপ্রতি ডিজেলের দাম হল ৮৬ টাকা ০৬ পয়সা। ভোট মিটতেই পেট্রোপণ্যের দাম (Prices) বাড়ায় সাধারণ মানুষের দুশ্চিন্তা।
গত কয়েক দিন ধরে সারা দেশে পেট্রোল-ডিজেলের দাম বাড়তে শুরু করেছে। করোনা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। করোনার কোপে সারা দেশের নানা জায়গায় লকডাউন চলছে। এই পরিস্থিতিতে লাগাতার পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে ক্ষোভ আমজনতার মধ্যে।
সারা দেশে পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে। পাঁচ রাজ্যে ভোট চলার সময় ভারতের কোম্পানিগুলি পেট্রোপণ্যের দাম বাড়ার আভাস দিয়েছিল। কারণ হিসেবে বলা হয়েছে সারা পৃথিবীতে জ্বালানির দাম বাড়ছে। এছাড়া স্থানীয় কর বেড়ে যাওয়ায় বাড়াতে হয়েছে জ্বালানির দাম। করোনার সংক্রমণ ঠেকাতে দেশের একাধিক জায়গায় লকডাউন চলছে। যদিও জরুরি পরিষেবার জন্য অনেককেই বাইরে বেরতে হয়। সেক্ষেত্রে একমাত্র ভরসা প্রাইভেট গাড়ি। তাই পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় অসুবিধায় পড়েছেন বহু মানুষ।