শিয়ালদহ স্টেশনের কাছে একটি ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে যাওয়া ধাক্কা লাগে অপর ট্রেনের সঙ্গে। আপ রানাঘাট লোকালের চাকা লাইন থেকে ডানদিকে বেরিয়ে যায়। বুধবার সকালে এই ঘটনা ঘটে। লোকাল ট্রেনের যাত্রীদের কারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার পরই দুটি ট্রেন লাইনের ওপর দাঁড়িয়ে গিয়েছে। যাত্রীদের নামিয়ে স্টেশনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। রানাঘাট লোকালে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। সুরক্ষাব নিয়ে উঠছে প্রশ্ন।
সকাল ১১ টা ৫৩ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। যে ট্রেনটির রানাঘাট লোকাল লাইনচ্যুত হয়ে যায়, সেটি ১১ টা ৪৫ মিনিটে ছাড়ার কথা ছিল। ১১ টা ৪৭ মিনিটে ছাড়ে।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সিগন্যালিং সিস্টেমের সমস্যার কারণেই এই দুর্ঘটনা ঘটে। তবে সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। রেলের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখছেন।
এই ঘটনায় রেলের গাফিলতির অভিযোগই তুলছেন যাত্রীরা। প্রতিদিন যাঁরা যাতায়াত করেন, তাঁরা এই ঘটনায় আতঙ্কিত। আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে মনে করছেন অনেকে।
যাত্রীদের আঘাত না লাগলেও দেখা যাচ্ছে, যে ট্রেনটিতে ধাক্কা লেগেছে সেটির যন্ত্রাংশের ক্ষতি হয়েছে। লোকো পাইলট বসার জায়গাটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
কীভাবে এই এত কাছাকাছি দুটি ট্রেন চলে এল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাস্থল ঘিরে ফেলেছে রেল।
এই ঘটনার পর ট্রেন চলাচল ব্যাহত হয় শিয়ালদহ লাইনের বিভিন্ন শাখায়। যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হয়।